/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/kojagori-feature.jpg)
কোজাগরী আরাধরনায় ব্রতী টলিপাড়া
সম্প্রতি কেটেছে দুর্গাপুজোর আমেজ। তার সঙ্গেই ধনদেবীর আরাধনার মেতেছে টলিপাড়া। অর্পিতা চট্টোপাধ্যায় থেকে অপরাজিতা আঢ্যরা নিজের হাতে প্রস্তুত করছেন ভোগ। সকাল থেকে কোজাগরীর আমেজ প্রত্যেক বাড়িতে। কে জাগরী থেকে কোজাগরী, সারারাত জেগে থাকার প্রথা থেকেই এসেছে এই শব্দ।
শুটিং থেকে একদিন সময় বের করে আলপনা একে সারা বাড়ি সাজান তাঁরা, ফল কেটে তৈরি করেন নৈবেদ্যর থালা। সুখ, সমৃদ্ধি ও শান্তিলাভের আশায় পূজিতা হন দেবী লক্ষ্মী। চলুন একবার ঘুরে আসা যাক টলিপাড়ার অন্দরমহলে। চোখ রাখা যাক তাঁদের কোজাগরী আরাধরনায়।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/aparajita-2.jpeg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/aparajita.jpeg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/chaiti-1.jpeg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/chaiti-2.jpeg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/uttam.jpg)
ছোটবেলায় অরুণ কুমারের ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিত চট্টোপাধ্যায়। তাঁর বাড়িতেও ধুমধাম করে হয় লক্ষ্মীপুজো। সকাল থেকে স্ত্রী অর্পিতা ব্যস্ত ভোগ রান্নায়। তার ভিডিও এবং ছবি নিজেই শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়।
View this post on Instagramসবাইকে লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা। #laxmipuja
A post shared by Arpita Chatterjee (@arpitaoninsta) on
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/arpita-1.jpg)
শেয়ার করলেন পুজোর ভোগ তৈরির ভিডিও।
View this post on Instagramসবাইকে লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা। #lakshmipujo????
A post shared by Arpita Chatterjee (@arpitaoninsta) on
ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী হালদার প্রত্যেককে দেখা যায় লক্ষ্মীর আরাধনা করতে। পুষ্পাঞ্জলি দিয়ে প্রসাদ সাজিয়ে দেন নিমন্ত্রিতদের আপ্যায়নের সুযোগ তো খুব একটা পাওয়া যায়না। তাই এইদিনটাতে সবাই মাতেন উৎসবের আনন্দে।