Ronny Sen: সিএএ এবং এনআরসি-র প্রতিবাদে সারা দেশ জুড়েই মানুষ সরব হয়েছেন। আর সেই প্রতিবাদের পুরোভাগে থেকেছেন শিল্পী, সাহিত্যিক, পরিচালকরা। এই প্রতিবাদে সামিল হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক ও আলোকচিত্রী রনি সেন। সোমবার রাতে এই কারণেই তাঁকে ভোজালি নিয়ে আক্রমণ করে এক ব্যক্তি, এমনই অভিযোগ করেছেন তিনি। কিন্তু এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হলেও এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি বলেই জানিয়েছেন রনি।
সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটি যখন সংসদে আলোচনাধীন, সেই সময় থেকেই সোশাল মিডিয়ায় খোলাখুলিভাবে এই বিলের বিরোধিতা করেন রনি। বিলটি পাশ হওয়ার পরে সারা দেশ জুড়ে যখন প্রতিবাদ-মিছিল সংগঠিত হয়, তখন নাগরিকদের সেই পদক্ষেপকে সমর্থন জানান তিনি।
আরও পড়ুন: ভাবতেই পারিনি কলকাতার বুকে এরকম ঘটনা ঘটতে পারে: দেবলীনা মজুমদার
তাঁর এই প্রকাশ্য সিএএ-বিরোধিতার জন্য বিভিন্ন সময়ে তাঁকে দেশদ্রোহী বলেন এক ব্যক্তি এবং দূরভাষে পরিচালকের সম্পর্কে অকথ্য ভাষা ব্যবহার করেন, এমনটাই অভিযোগ করেছেন পরিচালক। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে রনি জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি তাঁর বাড়ির কাছেই থাকেন। তাই তিনি স্থির করেন যে সামনাসামনি কথা বলে বিষয়টির নিষ্পত্তি করবেন। সোমবার সেই উদ্দেশ্যে অভিযুক্তের মুখোমুখি হলে তিনি হঠাৎ করেই ভোজালি বার করে আক্রমণ করে বসেন বলে অভিযোগ করেছেন রনি।
''ও আমাদের পাড়ার। আমাকে ফোন করে বার বার গালাগাল করত, আমি ওকে বলেছিলাম তুমি আমাকে ফোন করো না। ওকে অন্যান্য লোকজনও বলেছে, শোনেনি। তার পরে আমি দেখলাম যে এটা তো কিছুতেই বন্ধ হচ্ছে না। ওর সঙ্গে দেখা করি'', ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে জানালেন রনি, ''যখন দেখা করতে যাই, হঠাৎ করে পকেট থেকে ভোজালি বার করে চালিয়ে দেয়। আমার ইনজুরি হয়নি। আশেপাশে যাঁরা ছিলেন তাঁরা ওকে আটকে বাড়িতে পাঠিয়ে দেন। রাতেই আমি বিধাননগর নর্থ থানার সঙ্গে যোগাযোগ করি কিন্তু এখনও কোনও এফআইআর দায়ের হয়নি। পুলিশের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে।''
আরও পড়ুন: ক্যাব পেশের আগে বিশেষ বৈঠকে বসেছিল মোদী সরকার, চাঞ্চল্যকর খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের হাতে
সোমবার ৩০ ডিসেম্বর সিএএ নিয়ে সরব হওয়ার কারণেই আক্রান্ত হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপিকা দয়িতা মজুমদার। তিনি তাঁর অভিযোগে জানিয়েছিলেন যে ভারতীয় জনতা পার্টির সমর্থকরাই ছিলেন এর নেপথ্যে। আবার কিছুদিন আগেই, বাঘাযতীন এলাকায় সিএএ-বিরোধী একটি শান্তিপূর্ণ মিছিলের শেষে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হন পরিচালক দেবলীনা মজুমদার ও তাঁর সঙ্গীরা। সেখানেও দুষ্কৃতিরা সিএএ বিরোধিতার কারণেই আক্রমণ করে, এমনটাই জানিয়েছিলেন দেবলীনা।
একমাসের মধ্যেই শহরের অন্য প্রান্তে, সল্টলেকে, সিএএ প্রতিবাদের জেরে আক্রান্ত হওয়ার অভিযোগ করলেন রনি সেন। আলোকচিত্রী হিসেবে প্রায় এক দশক ধরেই আন্তর্জাতিক স্তরে আলোচিত তিনি। ২০১৯-এর স্লামডান্স ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ জুরি পুরস্কার পায় তাঁর প্রথম ছবি 'ক্যাটস্টিকস'। ছবিটি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯-এও প্রদর্শিত হয় এবং সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনয়ন পায়। বরাবরই বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে নিজের অবস্থান স্পষ্টভাবে সোশাল মিডিয়ায় জানিয়েছেন রনি।
সিএএ-এনআরসি ইস্যু নিয়ে তাঁর মতামত জানানোর পাশাপাশি দক্ষিণপন্থী রাজনীতির তীব্র বিরোধিতা করেন তিনি। সেই কারণেই এই আক্রমণ এবং এই ধরনের ঘটনা সারা ভারত জুড়েই ঘটবে, এমনই অভিযোগ করেছেন রনি। ''এখন সর্বভারতীয় স্তরে এটাই হবে, সব জায়গায়। দক্ষিণপন্থী নজরদারি। আমি পুলিশের অ্যাকশনের জন্য ওয়েট করছি'', বলেন পরিচালক।