scorecardresearch

‘বাঙালি বিদ্বেষী’ মন্তব্যের জেরে আরও বিপাকে পরেশ রাওয়াল, FIR দায়ের করল কলকাতা পুলিশ

প্রয়োজনে জেরা করার জন্য কলকাতায় ডাকা হতে পারে অভিনেতাকে।

Paresh Rawal, Cylinder price hike, Paresh Rawal bengali, Paresh Rawal controversy, BJP, Gujrat BJP, পরেশ রাওয়াল, রান্নার গ্যাস, গ্যাসের দামবৃদ্ধি, বিজেপি, বলিউডের খবর
বাঙালিদের মাছ খাওয়া নিয়ে খোঁচা পরেশ রাওয়ালের

বাঙালির মাছ-ভাত খাওয়া নিয়ে প্রকাশ্য জনসভায় চরম অপমান করেছিলেন অভিনেতা পরেশ রাওয়াল। গুজরাটে বিজেপির হয়ে ভোটপ্রচারে সেই মন্তব্যের জেরে বাঙালিদের রোষের মুখে পড়েন প্রবীণ অভিনেতা। ক্ষমা চেয়েও পার পাননি তিনি। এবার কলকাতা পুলিশ অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল। ঘৃণা-ভাষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

এর আগে বঙ্গ সিপিএমের সম্পাদক মহম্মদ সেলিম পরেশ রাওয়ালের বাঙালি-বিরোধী মন্তব্যের জেরে থানায় এফআইআর দায়ের করেন অভিনেতার বিরুদ্ধে। সেলিমের দাবি ছিল, রাওয়ালের এই মন্তব্য উস্কানিমূলক এবং বাঙালিদের প্রতি ঘৃণাসূচক। এতে দেশের বিভিন্ন জায়গায় বাঙালিদের উপর বিদ্বেষ বাড়বে।

সেলিম বলেন, বিরাট সংখ্যক বাঙালি রাজ্যের বাইরে থাকেন। আমার অভিমত, তাঁদের এবার নিশানা করা হবে। পরেশ রাওয়ালের এই উস্কানিমূলক মন্তব্যের জেরে তাঁদের জীবনে বিরাট প্রভাব পড়বে। এবার সেলিমের পথে হেঁটেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কলকাতা পুলিশ। সূত্রের খবর, রাওয়ালের সেই মন্তব্যের ফুটেজ খতিয়ে দেখবে পুলিশ। প্রয়োজনে জেরা করার জন্য কলকাতায় ডাকা হতে পারে অভিনেতাকে।

আরও পড়ুন পরেশ রাওয়ালকে ‘পারসে’ বলে তোপ! ‘বাঙালির মাছ খাওয়া’ ইস্যুতে মোক্ষম জবাব শ্রীলেখার

রাওয়ালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ (দাঙ্গা সৃষ্টি), ১৫৩এ (দুই গোষ্ঠীর মধ্যে হিংসার উস্কানি), ১৫৩বি (জাতিবিদ্বেষে উস্কানি), ৫০৪ (শান্তিভঙ্গে উস্কানি) এবং ৫০৫ (অশালীন মন্তব্যের জেরে উস্কানি) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

এদিকে, পরেশ রাওয়ালের মন্তব্যকে কটাক্ষ করে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেছেন, “মোদীজি ক্ষমতায় এসেছিলেন গ্যাস-পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ইস্যুতে। সেটা কি পরেশ রাওয়াল ভুলে গেছেন? গ্যাসের দাম বাড়লে হিন্দু-মুসলিম সবারই সমস্যা হয়। যিনি ওহ মাই গডের মতো ছবি করেছেন সেই পরেশ রাওয়াল নির্বাচনী প্রচারে গিয় দুটো ভোট পাওয়ার জন্য গুজরাটে বাঙালি-বিদ্বেষ ছড়াচ্ছেন, এটা লজ্জার।”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Kolkata cops register fir against paresh rawal after row over remark on bengalis