এদেশের দর্শকের কাছে তিনি অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন হলিউড ছবি 'দ্য ডেভিল ওয়ার্স প্রাডা'-র মাধ্যমে, কিন্তু জনপ্রিয়তার শীর্ষে আসেন আমেরিকান টিভি সিরিজ 'দ্য মেন্টালিস্টের' কারণে। ক্যালিফোর্নিয়ার তদন্ত আধিকারিক প্যাট্রিক জেন, অর্থাৎ অভিনেতা সাইমন বেকার এবার কলকাতায়। উপলক্ষ্য, ২৪ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তাঁর তৈরি ছবি 'ব্রেথ' দেখানো হয়েছে এই উৎসবে। ফেস্টিভ্যালের ফাঁকেই খোশমেজাজে ধরা দিলেন তিনি। কথা বললেন প্রাচ্য ও পশ্চিমের ছবি নিয়ে।
'ব্রেথ' ছবিটি দুটি ছেলের সার্ফিংয়ের অভিজ্ঞতা নিয়ে তৈরি। তাঁর প্রথম ছবির বিষয়বস্তু কি সাইমনের নিজের সার্ফিংয়ের প্রতি ভালোবাসার দ্বারা প্রভাবিত? "অফ কোর্স! বছর পনেরো বয়স হবে যখন প্রথম সার্ফিং করি। আর প্রথম ছবিটা তো আপনি সেই বিষয় নিয়েই বানাবেন যেটায় আপনি দক্ষ, তাই না? তাছাড়া অস্ট্রেলিয়া দেশটাই সমুদ্র পরিবেষ্টিত। আমাদের বড় হওয়ার সঙ্গে জুড়ে আছে সমুদ্র। তাই সিনেমা তৈরিতেও স্বাভাবিকভাবে সেটা চলে এসেছে। 'ব্রেথ' বইটা পড়ে মনে হয়েছিল, এটা আমার চেনা দুনিয়া।
তাহলে ছবিটা ভীষণ ব্যক্তিগত? "হ্যাঁ! ভীষণই। আমার ছেলেও সার্ফিং করে," হাসেন সাইমন। পাশাপাশি এও বর্ণনা করেন, সমুদ্রে শুটিং করা কতটা কঠিন ছিল। "অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়। আর জলের নীচে হওয়ায় বেশি ক্রুও নিয়ে যেতে পারবেন না। সেখানে হাঙর আছে, পাথর আছে, তাই অনেকটাই কঠিন।"
এতটা ব্যক্তিগত বলেই কি প্রথম ছবিতে নিজেও অভিনয় করেছেন? "আমি চরিত্রটাকে জানি। আর ছবির চরিত্রটার সঙ্গে আমাকে মানিয়ে গেল।" তাহলে 'দ্য ডেভিল ওয়ার্স প্রাডা'-র পর আর কোনও হলিউড ছবিতে অভিনয় করছেন না কেন? "কারণ আমি অস্ট্রেলিয়ার মানুষ। আমার মনে এমন অনেক গল্প আছে যেগুলো বলা প্রয়োজন। আর আপনাদের মতো আমাদেরও নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে। অন্যের ছবিতে নয়, নিজের ছবির জন্য কাজ করতে চাই, যাতে মনের টান আছে।"
দ্য মেন্টালিস্ট কতটা সাইমন? আবার হাসেন সুদর্শন এই অভিনেতা। "বেশ খানিকটা। আমি ভীষণ লাজুক। তবে শুধু মেন্টালিস্ট নয়, যে চরিত্রটাই পর্দায় ফুটিয়ে তুলেছি, তার মধ্যেই আমি রয়েছি। প্যাট্রিক জেন অনেকটা আমিই।"
'ব্রেথ' যেহেতু অনেকটাই বয়ঃসন্ধির ছবি, এই ধরনের ছবির তালিকায় আর কোন কোন ছবিকে রাখবেন সাইমন? সটান উত্তর এল, "ট্রুফোর মাই লাইভ ইজ অ্য ডগ কিংবা ফোর হানড্রেড ব্লোজ, সত্যজিৎ রায়ের অপু ট্রিলজি।" এসময়ের কোনও ভারতীয় পরিচালকের ছবি দেখেছেন? প্রথমে নাম মনে করতে না পারলেও পরে বললেন মীরা নায়ারের 'কামসূত্র' এবং 'দ্য মনসুন ওয়েডিং'-এর কথা। শেখর কাপুরের ছবিও ভাল লাগে। আর কলকাতা? "আহ! প্রথমবার এলাম আমি এই শহরে। আর ২৪ ঘন্টার মধ্যেই প্রায় কুড়ি হাজার মানুষের মুখোমুখি!কলকাতার খাবার, ভীষণ ভাল লেগেছে।"