Advertisment

যাদের জন্য শহরে গাইতে এসে মৃত্যু, সেই স্যর গুরুদাস কলেজই এবার বসাল KK-র মূর্তি

শিল্পীকে শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ কলেজের

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Kk death anniversary, kk death, kk death in kolkata, KK show at kolkata, KK death 2022, KK lives in heart, KK live forever, remembering KK, কেকের মৃত্যু, কলকাতায় কেকের মৃত্যু, কেকের মৃত্যুবার্ষিকী, কেকে কলকাতা, KK in hearts, KK songs, KK videos, indian express entertianment news, express entertainment news, KK bollywood news, bollywood news on KK, bolly world indian express entertainment news, express entertainment news, latest entertainment news, আজকের বিনোদনের খবর, বিনোদন

গুরুদাস কলেজে KK-র মূর্তি

কলকাতায় অনুষ্ঠান করতে এসেই মৃত্যু হয় কেকের। গুরুদাস কলেজের অনুষ্ঠানে তাও আবার নজরুল মঞ্চে,  সংখ্যায় বেশি মানুষজন তাঁর সঙ্গেই অব্যবস্থাপনা। চলছিল না এসি, প্রচণ্ড গরমে অস্বস্তিতে শিল্পীর মৃত্যু ঘটে। তারপর থেকেই গুরুদাস কলেজকে তুলোধোনা করতে বাকি রাখেনি কেউ।

Advertisment

কিন্তু, এবছর এমন এক কান্ড তারা ঘটিয়েছেন, ঠিক যেন চমক। সেই গুরুদাস কলেজেই বসানো হয়েছে কেকের মূর্তি! সেদিন, দর্শকদের অনুরোধে গান গাইতে গাইতে শেষ নিঃশ্বাস ফেলেন KK। ভিড় নিয়ন্ত্রণ থেকে স্টেজের নিরাপত্তা এবং চরম অব্যবস্থাপনা নিয়ে হাজারো প্রশ্ন ওঠে। তবে, এবার তাঁকে সম্মান জানাতেই শিল্পীর মূর্তি বসানো হয়েছে কলেজের উদ্যানে।

আরও পড়ুন < বিন্দুমাত্র নেশাভান করতেন না কেকে, ‘ওর নাকি হার্ট অ্যাটাক!’ বন্ধুবিয়োগে আজও শোকাতুর শান >

সূত্রের খবর, এলাকার কাউন্সিলর অমল চক্রবর্তী এবং কলেজের উদ্যোগে কলেজের পুরো উদ্যানে বসানো হয়েছে গায়ক কেকের মূর্তি। কলেজের অধ্যক্ষের কাছে এই আর্জি গেলে তিনি আর না করতে পারেন নি। ফলেই এই উদ্যোগ। তাঁর কথায়, সমস্ত অনিয়ন্ত্রণ স্বীকার করছি। আমরাও বুঝতে পারিনি এতটা ভিড় হয়ে যাবে। কলেজের সঙ্গে জড়িয়ে গিয়েছে কেকের মৃত্যু, ফলেই তাঁকে শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ।

আরও পড়ুন < উচ্চতায় দীপিকার ধারেকাছেও নেই, তারপরেও তাঁকে বুলেটের গতিতে টেক্কা দিচ্ছেন প্রিয়াঙ্কা! >

নির্দিষ্ট সংখ্যার তুলনায় অত্যধিক ভিড়, রেকর্ড হারে টিকিট বিক্রি... তারপর? কেকের মৃত্যুর সঙ্গে সঙ্গে চরম ধাক্কা পান তাঁর অনুরাগীরা। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় শহর কলকাতার বিরুদ্ধে নানা কুরুচিকর মন্তব্য ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে। কেউ কেউ যেন বিশ্বাস করতেই পারছিলেন না কে এমনও সম্ভব! গোটা একটা বছর পার। তাঁর স্মৃতি এবং শ্রদ্ধায় গতকাল টাইমলাইন জুড়ে ছিল তাঁর গান। কেকে বেচেঁ রয়েছেন অন্তরে, তাঁর সৃষ্টি দিয়েই অমর হয়ে থাকবেন তিনি।

tollywood bollywood Singer KK death Entertainment News
Advertisment