আর মাত্র দুদিন! তারপরই শহর জুড়ে সিনেমার মরশুম। শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এই মঞ্চেই থাকবে নানা রকমের ধামাকা। বেশ কিছু অন্যরকম রয়েছে এইবছর।
Advertisment
প্রতিবছরের মতো এবারও স্টার স্টাডেড একটি সেরেমনি হতে চলেছে। উপস্থিত থাকবেন অনেকেই। তবে, রয়েছে বেশ কিছু বদল। অর্থাৎ, এবার প্রতিবারের মত অনেকেই থাকছেন না ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে। যাদের দেখার জন্য বেশিরভাগ মানুষ অপেক্ষা করে থাকেন তাদের এবার দেখা যাবে না ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে।
কিছুদিন আগেই শাহরুখের জায়গায় বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচন করা হয়েছে সৌরভ গাঙ্গুলীকে । কানাঘুষো খবর ছিল, শাহরুখ এমনিও আসতে পারবেন না এই অনুষ্ঠানে। সামনে রিলিজ ডানকি ছবির। তাঁর জন্যই নানা কাজে ব্যস্ত কিং খান। ফের ঝড় তুলতে হবে তাই। অন্যদিকে, অমিতাভ এবং জয়া এই দুজনের উপস্থিতি এবার থাকবে না।
সেই জায়গায় কারা থাকছেন?
কিছুমাস আগেই সলমন খান এসেছিলেন শহরে। সেখানেই তাঁর থেকে কথা নিয়ে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সলমন খান, সঙ্গে কমল হাসান এবার থাকতে চলেছেন অনুষ্ঠানে। তারাই উদ্বোধন করবেন। এছাড়াও নানা সময়, মনোজ বাজপেয়ী, সুধীর মিশ্র এবং শেষদিন অদিতি রাও হায়েদৃ থাকছেন।
কতদিন চলবে চলচ্চিত্র উৎসব?
ডিসেম্বর ৫ থেকে ডিসেম্বর ১২... সাতদিন ব্যাপী থাকবে চলচ্চিত্র উৎসব।
কোন সিনেমা দিয়ে শুরু হতে চলেছে অনুষ্ঠান?
বাংলার ছবি, তাঁর সঙ্গে দেশ বিদেশ নানা স্তরের ছবি দেখানো হয় এই অনুষ্ঠানে। তবে, এবার মহানায়ক উত্তম কুমারের ক্লাসিক ছবি দিয়েই শুরু হবে যাত্রা। ১৯৬৩ এর ক্লাসিক হিট ছবি দেয়া নেয়া স্ক্রিনিং এর মাধ্যমেই শুরু হবে অনুষ্ঠান।
সূত্রের খবর, ৫ তারিখ অন্তত ১৫ হাজার দর্শকের আশা রয়েছে তাঁদের। অরূপ বিশ্বাসের কথায়, এর থেকে বড় সিনেমার অনুষ্ঠান এবং প্রাইজ মানি যে আকারে দেওয়া হয় সেটা নেহাতই ছোট কথা নয়।
কতগুলি সিনেমা স্ক্রিনিং হতে চলেছে এই বছর?
চেয়ারপার্সন রাজ চক্রবর্তী জানিয়েছেন, এবার ২১৯ টি সিনেমা দেখানো হবে। যার মধ্যে ৭২ টি ফিচার, ৫০ টি শর্ট ফিল্ম, এবং বাকি সব ডকুমেন্টরি।
এবছর শ্রদ্ধার্ঘ্য জানানো হচ্ছে কাদের?
শতবর্ষ উপলক্ষে এবছর পরিচালক মৃণাল সেন, অভিনেতা দেব আনন্দ এবং রিচার্ড অ্যাটেনবরাহকে সম্মান জানানো হচ্ছে। সঙ্গে সেই তালিকায় রয়েছেন আরও ৫ জন।