প্রতিবছর নভেম্বর মাসেই পালিত হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival)। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। করোনা ভাইরাসের জেরে ছেদ পড়েছে দুনিয়ার খ্যাতনামা সব ফিল্ম ফেস্টিভ্যাল এবং বিনোদন ইন্ডাস্ট্রির পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলিতেও। বাদ যায়নি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। করোনার কোপেই পিছিয়ে গিয়েছে অনুষ্ঠানের দিনক্ষণ। এবার ২০২১ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। আর চলচ্চিত্র উৎসব মানেই শহরে দেশ-বিদেশের খ্যাতনামা তারকা থেকে পরিচালকদেক সমাগম। বলিউড এবং টলিউড তারকাদের আনাগোনা। অমিতাভ বচ্চন, শাহরুখ খান কে হাজির থাকেন না? 'প্রিয় দিদি'র আহ্বানে সাড়া দিয়ে ঘণ্টাখানেকের জন্য হলেও উপস্থিত থাকেন তাঁরা। তবে আর চিরাচরিত সেই দৃশ্য দেখা যাবে না। মুখ্যমন্ত্রীর সঙ্গে নেতাজি ইনডোর স্টেডিয়ামের একমঞ্চে দেখা যাবে না তাঁদের। নেপথ্যে, অতিমারী আবহ।
করোনার জেরে এবার ভার্চুয়াল হতে চলেছে ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (কিফ) উদ্বোধনী অনুষ্ঠান। উৎসব কমিটি আসলে মুখ্যমন্ত্রীর কাছে ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব পাঠিয়েছিল। সেই প্রস্তাব গৃহীত হয়েছে। সূত্রের খবর, সেই ভার্চুয়াল অনুষ্ঠানেই অমিতাভ বচ্চন, জয়া বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান এবং অন্যান্য খ্যাতনামা তারকাদের হাজির করানোর প্রচেষ্টা চলছে।
প্রসঙ্গত, এবার KIFF-এর উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য না হলেও সিনেমা দেখানোর সঙ্গে আপোস করা হচ্ছে না। প্রতি বছরের মতো দেশ-বিদেশের খ্যাতনামা সিনেমা তো থাকছেই প্রদর্শনের তালিকায়। উপরন্তু সৌমিত্র চট্টোপাধ্যায়ের রেট্রোস্পকটিভও রয়েছে। দেখানো হবে সদ্যপ্রয়াত কিম কি-দুকের ছবিও। এবার ফেড্রিকো ফেলিনির জন্মশতবর্ষ। আর সেই উপলক্ষেই তাঁর বাছাই করা কিছু সিনেমা দেখানো হবে।
সিনেমা প্রদর্শনের জন্য প্রেক্ষাগৃহের সংখ্যাতেও কাটছাঁট করা হয়েছে। নন্দন, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, রবীন্দ্র ওকাকুরা ভবন-সহ মোট ৬টি জায়গায় সিনেমা দেখানো হবে এবার। সেখানে একটি অ্যাপের মাধ্যমে সিট বুক করতে হবে। কারণ হলগুলিতে সামাজিক দূরত্ব বজায় রেখেই বসার বন্দোবস্ত করা হবে। তবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইতিহাসে প্রথমবার ভার্চুয়াল অনুষ্ঠান কেমন হবে, তা কিন্তু দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা।