Advertisment

বিনা অনুমতিতে রোড শো! শ্রাবন্তীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের পুলিশের

নির্বাচনী প্রক্রিয়ার ৪৮ ঘণ্টা আগে মারাত্মক অভিযোগ উঠল বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। রিপোর্ট তলব নির্বাচন কমিশনের।

author-image
IE Bangla Web Desk
New Update
srabanti

রাজ্যে চতুর্থ দফা ভোটের (West Bengal Assembly Election 2021, 4Th Phase) আগে অন্তিমলগ্নে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) রোড শো বাতিল করা নিয়ে বৃহস্পতিবার দিনভর ধুন্ধুমার চলেছে বেহালায়। ঘটনার জেরে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে পর্ণশ্রী থানা ঘেরাও করেন বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। এমনকী পুলিশের সঙ্গে বচসাতেও জড়ান। এককথায়, ভোটের আগে রণক্ষেত্রে পরিণত হয়েছিল বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র। এরপর, সেখান থেকে বেরিয়ে পুলিশের অনুমতি ছাড়াই বিজেপি কর্মীদের নিয়ে শ্রাবন্তী একাই রোড শো করেন। যার ফলস্বরূপ এবার, আইনি বিপাকে পড়তে হল পদ্ম শিবিরের তারকা প্রার্থীকে। শ্রাবন্তীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল পুলিশ।

Advertisment

পুলিশের অভিযোগ, অনুমতি ছাড়াই বেহালায় (Behala) রোড শো করেছেন বিজেপি প্রার্থী। সেই প্রেক্ষিতেই শ্রাবন্তী-সহ আরও কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারকা প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, পুলিশের কাজে বাধা এবং অবৈধ জমায়েতেরও। নির্বাচনী প্রক্রিয়ার ৪৮ ঘণ্টা আগে স্বতঃপ্রণোদিত রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট রিপোর্ট ইতিমধ্যে জমাও পড়েছে বলে খবর। এই বিষয়ে যদিও বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও।

প্রসঙ্গত, রাজনৈতিক ময়দানে অভিষেক ঘটিয়েই বিজেপির (BJP) তরফে নির্বাচনী টিকিট পেয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে প্রচারের ময়দানে বেহালাবাসী শুধু এযাবৎকাল তার শান্ত-শিষ্ট ঘরের মেয়ের মতো আচরণই দেখেছেন। কিন্তু বৃহস্পতিবার মিঠুন চক্রবর্তীর রোড শো বাতিল করায় এদিন শ্রাবন্তীর রণংদেহী অবতারেরও সাক্ষী থাকল বেহালা।

থানা ঘেরাওয়ের সময় পদ্ম-প্রার্থী শ্রাবন্তী অভিযোগ তুলেছিলেন, "পুলিশ থানার ভিতর লুকিয়ে ফোনে কথা বলছে। গত ১ ঘণ্টা ধরে ঠায় পায়ে দাঁড়ানোর পরও ওসি আসেননি একবারের জন্যও। পুলিশ ইচ্ছে করে শেষমূহূর্তে আমাদের ব়্যালি করতে দিচ্ছে না। আমাদের জবাব চাই কেন আমাদেরকে অনুমতি দেওয়া হল না। মিঠুনদা আমাকে নিজে ফোন করে বলেছেন যে, তুই জানবি, কেন আমার প্রচার বাতিল করা হল, কারণটা কী?"

Behala West Bengal Srabanti Chatterjee bjp kolkata police West Bengal Assembly Election 2021
Advertisment