এয়ারপোর্টে নয়, গায়ক কেকে-র মরদেহকে গান স্যালুট দেওয়া হবে রবীন্দ্র সদনে। বুধবার কলকাতা বিমানবন্দরে নেমে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন সাংবাদিকদের জানান, "আমরা সব সম্মানীয় ব্যক্তিদের মৃত্যুর পর গান স্যালুট দিয়ে সম্মান জানাই। ময়নাতদন্ত হয়ে গেলে রবীন্দ্র সদনে গান স্যালুট দেওয়া হবে গায়ককে।"
Advertisment
এদিন সকালে কলকাতায় এসে পৌঁছন প্রয়াত গায়ক কেকে-র স্ত্রী-পুত্র। বুধবার সকাল ৯টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন কেকে-র স্ত্রী জ্যোতি এবং পুত্র নকুল। এয়ারপোর্ট থেকেই সোজা তাঁরা গাড়িতে করে চলে যান একবালপুরের সিএমআরআই হাসপাতালে।
এদিকে, আজ সকালে শুরু হয়েছে কেকে-র মরদেহের ময়নাতদন্ত। ময়নাতদন্তের পরই কেকে-র মরদেহ তুলে দেওয়া হবে স্ত্রী-পুত্রর হাতে। সম্ভবত আজই দেহ নিয়ে মুম্বইয়ে উড়ে চলে যাবেন কেকে-র স্ত্রী-পুত্র। পাশাপাশি, কেকে-র মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা এদিন বাঁকুড়ার কর্মী সম্মেলন থেকে এদিন ঘোষণা করেন, "কেকে-র স্ত্রী-র সঙ্গে কথা হয়েছে। গায়কের দেহ কলকাতা বিমানবন্দরে এলে কলকাতা পুলিশের তরফে গান স্যালুট জানানো হবে। সম্ভব হলে আমিও এয়ারপোর্টে যাব। তিনি টলিউডেও প্রচুর গান গেয়েছেন। তাঁর মতো শিল্পীর মৃত্যু অপুরণীয় ক্ষতি।" পরে এয়ারপোর্টে মুখ্যমন্ত্রী জানান, রবীন্দ্র সদনে গান স্যালুট দেওয়া হবে।
উল্লেখ্য, কেকে-র ছেলে নকুল কৃষ্ণ কুন্নাথও বাবার মতো গায়ক। বাবার সঙ্গে একটি ছবিতে প্লে-ব্যাকও করেন নকুল। এদিন এসএসকেএম হাসপাতালে কেকে-র দেহের ময়নাতদন্ত হচ্ছে। ইতিমধ্যেই নিউ মার্কেট থানায় গায়কের অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। তবে কেকে-র পরিবারের তরফে এখনও কোনও পুলিশে অভিযোগ দায়ের হয়নি।