'কী হচ্ছে এখানে আমরা সবাই জানি, আমরা যারা মুখ্য সুখ্য' মানুষ তারাও বুঝতে পারছে কোনটা আড়াল করা হচ্ছে..', টেলিভিশনের তারকারা আজ রাস্তায় নেমেছিলেন প্রতিবাদ করতে, সেখানে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মুখে এমন কিছুই শোনা গেল।
শেষ কিছুদিন ধরেই, মেয়েদের স্বাধীনতা এবং নিরাপত্তার খাতিরে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন সাধারণ মানুষ। সেই দলে সামিল হয়েছেন তারকা থেকে আইনজীবী, এছাড়াও অনেকেই। আর আজকে রাস্তায় নেমেছিলেন টলিউডের ছোট পর্দার শিল্পীরা। বৃষ্টি হোক কিংবা বন্যা, প্রতিবাদ থামানো যাবে না। যে রাজ্যে মেয়েরাই সুরক্ষিত নয় সেটা যে দুর্গাপুজোর কোন মানে হয় না এমন দাবি করেছেন অনেকে। আর আজ টেলিভিশনের অন্যতম মুখ কনীনিকা বন্দোপাধ্যায় যা বললেন, তাতে ১০০ শতাংশ সমর্থন জানিয়েছেন অন্যান্য অনুরাগীরা। অভিনেত্রী মিছিলে পা মেলাতে মেলাতেই বললেন...
"যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, মা কিংবা মা মাটি মানুষ, সেই রাজ্যে মা বিচার করবেন। কোথাও গিয়ে বিচার সঠিক হবে। সবকিছু দিয়ে ধামাচাপা দেওয়া যাবে না। আমরা যারা পড়াশোনা জানিনা তারাও বুঝতে পারছি কী হচ্ছে। তাই আর লুকোনোর কোন জায়গা নেই লুকোনো যাবে না। আমরা ন্যায় বিচার চাইছি এবং চাইবো।" এখানেই শেষ নয় বরং অভিনেত্রী জানালেন যে পথে নামা বন্ধ হবে না।
শহর কলকাতা তো বটে, তবে জেলার মানুষ প্রতিবাদের সুর বজায় রেখেছেন। দফায় দফায় নানান জায়গায় জমায়েত-মিছিল, শব্দ একটাই, এবছর মা দুর্গা আসার আগে বিচার যেন পাওয়া যায়। এমনকি প্রতিবাদের কারণে, পুজোর বাজারেও ধাক্কা পড়েছে। ঠাকুর বায়না কিংবা সরকারের তরফে অনুমোদিত টাকা অনেকেই ফিরিয়েছেন। কনীনিকা বলছেন...
"পথে আমরা নামবোই। বারংবার নামব। পথে নামা বন্ধ হবে না। যতক্ষণ না বিচার পাব ততক্ষণ পথে নামব।" অভিনেত্রীকে সমর্থন করেছেন অনেকেই। তুলো তো আমার বিচার হয় গলা মিলিয়েছেন সাধারণ মানুষ। যত দিন যাচ্ছে তাতে মানুষের মধ্যে খুব আরো বাড়ছে। কিন্তু বিচার চাইতেই তারা মরিয়া।
উল্লেখ্য গতকাল আর্টিস্ট ফোরামের তরফ থেকে, আয়োজন করা হয়েছিল একটি জমায়েত এবং মিছিলের। সেখানে দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত রঞ্জিত মল্লিক রূপা গাঙ্গুলীর পাশাপাশি উপস্থিত ছিলেন অনেকেই। সকলের প্রশ্ন একটাই বিচার কবে পাব? সমাজ মাধ্যমে এমন মন্তব্য চোখে পড়ছে, প্রতিবছর এই সময় বাঙালি পুজোর চিন্তা করে, বিচার চাইতে রাস্তায় নেমেছে।