ইন্ডাস্ট্রিতে নারী নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। টলিউড থেকে মালায়ালম ইন্ডাস্ট্রির নানা অভিনেত্রীরা নিজেদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কারণে মুখ খুলেছেন। তাঁরা আপত্তি জানিয়েছেন, এমনকি আইনি পদক্ষেপ পর্যন্ত নিয়েছেন। আর এবার এই নিয়েই সরব কঙ্কনা সেন শর্মা।
অভিনেত্রী বলিউড থেকে টলিউড সর্বত্রই নিজের কাজের মাধ্যমে জনপ্রিয়। তাই, ইন্ডাস্ট্রি জুড়ে যখন শুধুই বিতর্ক, তখন কঙ্কনা নিজেও মুখ খুললেন। এবং সাফ জানালেন, যে অসম্ভব ভয়ঙ্কর পরিবেশ ফ্লোরে, সেখানে দাঁড়িয়ে সুস্থ মাথায় কাজ করাটা একটা অসম্ভব বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রি ভীষণ পুরুষতন্ত্র মেনে চলে বলেই তিনি জানিয়েছেন।
এখানেই শেষ না। বরং, অভিনেত্রী সোজা বললেন, "ইন্ডাস্ট্রিতে জাতি থেকে শ্রেণী সবটা চলে। পুরুষতন্ত্র তো বাদ দিলাম। সেটা তো ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু, এটাই শুধু না। বরং দেখা যাচ্ছে ক্যাটারিং থেকে কোন তারকা কী খাবে? কে কোথায় দাঁড়াবে? কে কোন বাথরুম ব্যবহার করবে। এসব তো একজন অভিনেতাকে ফেস করতেই হয়।" তিনি শুধু অভিনেত্রী না, একজন পরিচালকও।
এসব এতদিন ধরে দেখে আসছেন, যে নিজের মধ্যেই যেন আতঙ্ক হতে শুরু হয়েছে তাঁর। তাই তো তিনি বলেন... "একজন অভিনেত্রী তিনি যদি সিনিয়র না হন, বা সহ পরিচালক না হন, জানেন তাঁদের সঙ্গে কীভাবে ব্যবহার করা হয়? কখনো কখনো তো তাঁদের ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। ধাক্কা দিয়ে বলা হয়, যে যান! এদিকে গিয়ে দাঁড়ান। সর্বত্র কিছু না কিছু ঘটেই চলেছে। এরকম পরিবেশে কাজ করা খুব কষ্টদায়ক। আমরা যারা দেখছি, তাদের কাছেও এটা অস্বস্তিকর।"
এরপরই অভিনেত্রী আসল কথায় আসেন। যৌন হেনস্থা এবং নির্যাতনের চিত্র যে ইন্ডাস্ট্রির কোন কোন জায়গায় রয়েছে, সেই নিয়েও আওয়াজ তুলেছেন তিনি। বললেন, "কিছু ঘটনা তো প্রকাশ্যে আসেও না। আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে সেসব ঘটনা। কী আর বলব। কত সম্মানিত অভিনেত্রীরা আছেন, কিন্তু এত প্রবলেমেটিক সবটা।"
উল্লেখ্য, কঙ্কনা অভিনেত্রী হিসেবে যতটা জনপ্রিয়, তাঁর থেকেও বেশি পরিচালক হিসেবে তাঁর জনপ্রিয়তা রয়েছে।