/indian-express-bangla/media/media_files/2025/06/10/hgmtz4fYudZsIVeOCOGc.jpg)
চলে গেলেন শিশু শিল্পী...
রাজস্থানের কোটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন টেলিভিশন সিরিজ ‘বীর হনুমান’-এ তরুণ লক্ষ্মণের, ভূমিকায় পরিচিত শিশু অভিনেতা বীর শর্মা (১০) এবং তার দাদা শৌর্য শর্মা (১৫)। রবিবার ভোরে পরিবারের ফ্ল্যাটে আগুন লাগে এবং ঘন ধোঁয়ার কারণে দুই ভাইয়ের মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চারতলা ফ্ল্যাটের ড্রয়িং রুমে প্রথম আগুন লাগে। ঘরে তখন দুই ভাই একা ঘুমিয়ে ছিলেন। আগুন অন্য কক্ষে না ছড়ালেও ঘন ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তারা অচেতন হয়ে পড়েন।
প্রতিবেশীরা ধোঁয়া বের হতে দেখে ছুটে যান, দরজা ভেঙে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা ঘটে। কোটার পুলিশ সুপার তেজস্বিনী গৌতম জানান, ড্রয়িং রুম সম্পূর্ণ পুড়ে গেছে। তবে ফ্ল্যাটের অন্য অংশে আংশিক ক্ষতির চিহ্ন রয়েছে। স্টেশন হাউস অফিসার ভূপেন্দ্র সিংও শর্ট সার্কিটকেই সম্ভাব্য কারণ বলে উল্লেখ করেছেন।
দুর্ঘটনার সময় তাদের বাবা জিতেন্দ্র শর্মা- কোটার একটি বেসরকারি কোচিং সেন্টারের ফ্যাকাল্টি মেম্বার- শহরেই ছিলেন। মা রীতা শর্মা, যিনি বলিউড অভিনেত্রী, তখন মুম্বইয়ে শুটিংয়ে ব্যস্ত ছিলেন।
শিশু অভিনেতা বীর শর্মা আসন্ন এক ছবিতে অভিনেতা সাইফ আলি খানের শৈশবের চরিত্রে অভিনয়ের প্রস্তুতিও নিচ্ছিলেন। অন্যদিকে বড় ভাই শৌর্য আইআইটি প্রবেশিকা পরীক্ষার জন্য মনোনিবেশ করে পড়াশোনা করছিলেন। দুই সন্তানকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এমন ভয়ঙ্কর সংবাদে সেই দুই সন্তানের বাবা-মা মর্মাহত। এই মর্মান্তিক ঘটনার পর তাদের শোকাহত বাবা নিজের দুই সন্তানের চোখ দান করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us