র্যাপার বাদশার গাওয়া ‘লাল গেন্দা ফুল’ গান নিয়ে কম বিতর্ক হয়নি। বাঙালি সংস্কৃতিকে ভুলভাবে চিত্রায়িত করা থেকে শুরু করে গানের কপিরাইট, ‘বড়লোকের বিটি লো’ এই সমস্ত কিছু নিয়ে শিরোনামে। গানের দুটি লাইন ব্যবহার করলেও মূল স্রষ্টা রতন কাহারের নাম না নিয়েই সিঙ্গলসটি রিলিজ করেছিল বাদশা। তাতেই গোল বেঁধেছিল। তবে এসব কিছু সঙ্গেই চলছে হ্যাশট্যাগ গেন্দাফুল। গানের ছন্দে পা মেলাচ্ছেন সকলে।
টলিউডের সেই ঢেউ পড়েছে। লকডাউনে বাড়িতে বসেই পুরনো এই গানের নতুন ভার্সনে পা মিলিয়েছেন তারকারা। কৌশানী মুখোপাধ্যায়, মনামী ঘোষ কিংবা দেবলীনা কুমার-প্রত্যেকেই নেচেছেন ‘বড়লোকের বিটি লো’-র গানে।
আরও পড়ুন, সেলিনার কামব্যাক, শ্রী-র ডেবিউ! নববর্ষে জিফাইভ-এ আসছে রাম কমলের ছবি
‘বড় লোকের বিটি লো,লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেবো লাল গেঁন্দাফুল’…বাঙালির এই গান বেশ পরিচিত। শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজের কল্যাণে আরও একবার সকলের মুখে মুখে এই গান। র্যাপার বাদশার সঙ্গে পায়ে পা মিলিয়ে নতুন মিউজিক ভিডিয়ো তৈরি করেছেন জ্যাকলিন। নাম ‘গেন্দা ফুল’।
পুরো গানটা মোটেই বাংলায় নয়, বাদশার র্যাপের সঙ্গে মিশে এক নতুন মাত্রা পেয়েছে। গানটি গেয়েছেন পায়েল দেব। বাংলার আঞ্চলিক গান ও হিন্দি মিলিয়ে তৈরি এই গানের ভিডিয়োয় জ্যাকলিনের সঙ্গে দেখা গিয়েছে বাদশাকে।
বিগত কয়েক দিন ধরেই বাংলার মানুষ সোশাল মিডিয়ায় প্রতিবাদে মুখর হয়েছিলেন বাদশা-র ‘গেন্দা ফুল’ নিয়ে। ‘বড়লোকের বিটি লো’– র লাইন ব্যবহার করার পর কেন স্রষ্টা রতন কাহারের নাম দেওয়া হয়নি, তাই নিয়ে উত্তাল হয়েছিল নেটিজেনরা। বাদশা দুঃস্থ শিল্পীকে তাঁর প্রাপ্য দেননি, এই অভিযোগও ওঠে। অবশেষে ৩১ মার্চ লাইভে এসে গোটা বিতর্কটি নিয়েই কথা বলেন বাদশা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন