Advertisment

'ঘরে সবার মা-বোন আছে, ভোটটা ভেবে দিবি', 'বিতর্কিত' ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন কৌশানী

কৃষ্ণনগরের তৃণমূলের তারকা প্রার্থীর বিরুদ্ধে যে ধরণের অশালীন মন্তব্য করার অভিযোগ উঠেছে, তা আদতেও কতটা সত্য? ধোঁয়াশা সরালেন কৌশানী খোদ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কৃষ্ণনগর উত্তর আসনে তৃণমূল প্রার্থী অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।

"ঘরে সবার মা-বোন আছে ভোটটা ভেবে দিবি…" কৃষ্ণনগরের তৃণমূলপ্রার্থী কৌশানী মুখোপাধ্যায়ের (Koushani Mukherjee) মুখে এমন মন্তব্য শুনে তোলপাড় রাজ্য-রাজনীতি। শিয়রেই সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে ভোট (West Bengal Assembly Election 2021)। উপরন্তু প্রতিপক্ষ গেরুয়া শিবিরের ডাকসাইটে প্রার্থী মুকুল রায় (Mukul Roy)। হাড্ডাহাড্ডি লড়াই অবশ্যম্ভাবী। তার আগেই প্রার্থীর মুখে এমন কথা শুনে স্বাভাবিকবশত অস্বস্তিতে ঘাসফুল শিবির। অতঃপর ভাইরাল ওই ভিডিও ঘিরে সমালোচনা-নিন্দাও কম হচ্ছে না। নিজে একজন মহিলা হয়ে, কীভাবে বাংলার মা-বোনেদের উদ্দেশে এধরণের হুমকি দিতে পারেন? প্রশ্ন ছুঁড়ে দিয়েছে পদ্ম-বাহিনী। তবে তৃণমূলের তারকা প্রার্থীর বিরুদ্ধে যে ধরণের অশালীন মন্তব্য করার অভিযোগ উঠেছে ওই ভাইরাল ভিডিও ঘিরে, তা আদতেও কতটা সত্য? ধোঁয়াশা সরালেন কৌশানী খোদ।

Advertisment

এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়াতেই পাল্টা কষিয়ে দিয়েছেন কৃষ্ণনগরের (Krishnanagar) তৃণমূল (TMC) প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপির আইটি সেল-ই ওই ভিডিওর ভুল ব্যখ্যা করে ছড়াচ্ছে। ঘাাসফুল শিবিরের প্রার্থীর মন্তব্য, "মা বোনেরা আছে, ভোটটা ভেবে দেবেন, এই কথাটা আমি হুমকির সুরে বলিনি। ইচ্ছা করে অন্য ভাবে এটা ছড়ানো হচ্ছে। আমি আমার টিমকে বলব, পুরো ভিডিওটি প্রকাশ করতে। সাধারণ মানুষ যাতে সবটা দেখতে পান।"

কৌশানীর কথায়, বিজেপি (BJP) শাসিত রাজ্যগুলিতে নারীরা মোটেই নিরাপদ নন। সেই তুলনায় মমতা সরকারের ক্ষমতায় বাংলার মা-বোনেরা অনেকটাই সুরক্ষিত। সেই প্রেক্ষিতেই উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনা উল্লেখ করে কৌশানীর দাবি, কেন্দ্রীয় সরকারের হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সবচেয়ে সুরক্ষিত রাজ্য। একদিকে যখন বিজেপি শাসিত রাজ্যে হাথরসের মতো ঘটনা ঘটছে, তখন পশ্চিমবঙ্গে মহিলারা নিরাপদে রয়েছেন। আর ভোটপ্রচারের ময়দানে ঠিক এই বিষয়টাকেই তুলে ধরতে চেয়েছিলেন সাধারণ মানুষের কাছে। কিন্তু বিজেপি আই-টি সেল শুধুমাত্র ওই অংশটুকু কেটে ভিডিও ভাইরাল করেছে। যার জন্য়ে ভুল বার্তা পৌঁছচ্ছে আম জনতার কাছে।

প্রসঙ্গত, মুকুল রায় নামের এক ফেসবুক পেজ থেকেই প্রতিপক্ষ কৌশানীর ওই ভিডিও প্রকাশ্যে এসেছে। এপ্রসঙ্গে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী মুকুলের মন্তব্য়, তাঁর নামে ওই পেজটি ‘অফিশিয়াল’ নয়। তাই এই বিষয়ে কোনওরকম মন্তব্য তিনি করতে চান না।

Koushani Mukherjee West Bengal Assembly Election 2021 bjp tmc
Advertisment