scorecardresearch

‘দিদি নিজে শশা-মুড়ি খেয়ে মানুষের জন্য ভাবেন’, মমতা-প্রেমে গদগদ কৌশানী

‘বাংলার উন্নয়ন’ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে নিয়ে বিরাট কথা বললেন অভিনেত্রী।

Koushani Mukherjee, Mamata Banerjee, TMC, Bengal CM Mamata Banerjee, actress Koushani Mukherjee, মমতা বন্দ্যোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, বনি কৌশানী, টলিউডের খবর, তৃণমূলের বিজয়া সম্মিলনী, Tollywood news, Indian express entertainment news
মুখ্যমন্ত্রী মমতার প্রশংসায় পঞ্চমুখ কৌশানী মুখোপাধ্যায়

দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ কৌশানী মুখোপাধ্যায়। কোচবিহারে তৃণমূল আয়োজিত বিজয়া সম্মিলনীতে গিয়ে মুখ্যমন্ত্রীকে মানবদরদী তকমা অভিনেত্রীর। কৌশানীর মন্তব্য, “দিদি শশা-মুড়ি খেয়ে মানুষের জন্য ভাবেন।”

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। কৃষ্ণনগর থেকে ঘাসফুল শিবিরের টিকিটে মুকুল রায়ের বিরুদ্ধে ভোটে লড়েন। তবে মাস দেড়েক কৃষ্ণনগরে থেকে সেখানে আদা-জল খেয়ে মমতা শিবিরের প্রচার করলেও জিততে পারেননি। ভোটে হারার পর থেকে অবশ্য কৌশানীকে সেভাবে রাজনীতির ময়দানে দেখা যায়নি। মন দিয়েছিলেন সিনেমায়। একাধিক ছবির শুটিং করছেন বর্তমানে কৌশানী।

তবে উল্লেখ্য, ২০২৩ সালে পঞ্চায়েত ভোট আসার আগে কৌশানী যেভাবে ফের তৃণমূলের হয়ে প্রচার করছেন, সেটা কিন্তু ইতিমধ্যেই বঙ্গ রাজনীতির আলোচ্য বিষয় হয়ে উঠেছে। কোচবিহারে গিয়ে কৌশানী বলেন, “২০২৪ সালে হাওয়াই চটি দিল্লি যাবে। কারণ ২০২৪ সালে বাংলা আবারও নিজের মেয়েকেই চায়। ৩৬৫ দিন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু আপনাদের উন্নয়নের কথাই ভাবেন। শুধুমাত্র মানুষের জন্যই জীবনের প্রতিটা পদক্ষেপ নেন।”

[আরও পড়ুন: বিয়ের আগেই বাচ্চা? সারোগেসি বিতর্কে তামিলনাড়ু সরকারকে ‘কৈফিয়ত’ দিলেন নয়নতারা]

মুখ্যমন্ত্রীর সাদামাটা জীবনযাপনের কথা উল্লেখ করে কৌশানী বলেন, “দিদিকে আমি মুড়ি-শশা ছাড়া কিচ্ছু খেতে দেখিনি। আমরা সকলে যখন বসে বিরিয়ানি খাই তখন উনি চা-বিস্কুট খেয়ে আপনাদের কথা ভাবতে থাকেন। দিদির জন্যই আজ বাংলা এতটা এগিয়ে গিয়েছে।”

রবিবার কোচবিহারের কাঁকড়িবাড়িতে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীতে যোগ দিয়েছিলেন কৌশানী মুখোপাধ্যায়। সেখানেই তৃণমূল কর্মীদের সামনে বক্তব্য় রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানান অভিনেত্রী। শুধু তাই নয়, সেখানকার মানুষদের উদ্দেশে এও বলেন যে, মনে মনে যাঁরা বিজেপিকে সমর্থন করেন, তাহলে তাঁরাও তাঁদের ভুল শোধরানোর একটা সুযোগ পাবেন। এমনকী, কোচবিহারের ওই বিজয়া সম্মিলনীতে দাঁড়িয়ে যথেষ্ট আত্মবিশ্বাসীও শোনা যায় কৌশানীকে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Koushani mukherjee praises bengal cm mamata banerjee