৯৩ বছরে পা দিল ভবানীপুরের মল্লিক বাড়ির পুজো। এখনকার জেনারেশন কোয়েল মল্লিক বা রঞ্জিত মল্লিকের বাড়ির পুজো বললে অনেক তাড়াতাড়ি ধরতে পারে। প্রতি বছরের মতো এবছরেও দেবীর আরাধনায় ব্রতী গোটা মল্লিক পরিবার। বাদ নেই কোয়েলও। টলিউডের এই অভিনেত্রী বরাবরই পুজোর সময়ে সাবেকী, ঘরোয়া। অষ্টমীর সকালে পুষ্পাঞ্জলীর জোগাড় থেকে শুরু করে ভোগ ও সন্ধ্যিপুজোর কাজে হাত লাগিয়েছেন কোয়েল। সমান ব্যস্ততায় কাজ করছেন রঞ্জিত মল্লিকও। আর পাঁচটা বনেদী বাড়ির পুজো থেকে অনেকটাই আলাদা এই পুজো। সংস্কৃতি ও আচার-অনুষ্ঠানের অসামান্য মেলবন্ধন দেখা যায় এখানে।
সকালে অষ্টমীর পুজোর কয়েক ঝলকে দেখে নিন কোয়েলের বাড়ির পুজোর মেজাজ:









