অষ্টমীর সকালে দেবীর আরাধনায় কোয়েল মল্লিক

প্রতি বছরের মতো এবছরেও দেবীর আরাধনায় ব্রতী গোটা মল্লিক পরিবার। বাদ নেই কোয়েল মল্লিকও। টলিউডের এই অভিনেত্রী বরাবরই পুজোর সময়ে সাবেকী, ঘরোয়া।

প্রতি বছরের মতো এবছরেও দেবীর আরাধনায় ব্রতী গোটা মল্লিক পরিবার। বাদ নেই কোয়েল মল্লিকও। টলিউডের এই অভিনেত্রী বরাবরই পুজোর সময়ে সাবেকী, ঘরোয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অষ্টমীতে দেবী আরাধনায় ব্রতী মল্লিক পরিবার।

৯৩ বছরে পা দিল ভবানীপুরের মল্লিক বাড়ির পুজো। এখনকার জেনারেশন কোয়েল মল্লিক বা রঞ্জিত মল্লিকের বাড়ির পুজো বললে অনেক তাড়াতাড়ি ধরতে পারে। প্রতি বছরের মতো এবছরেও দেবীর আরাধনায় ব্রতী গোটা মল্লিক পরিবার। বাদ নেই কোয়েলও। টলিউডের এই অভিনেত্রী বরাবরই পুজোর সময়ে সাবেকী, ঘরোয়া। অষ্টমীর সকালে পুষ্পাঞ্জলীর জোগাড় থেকে শুরু করে ভোগ ও সন্ধ্যিপুজোর কাজে হাত লাগিয়েছেন কোয়েল। সমান ব্যস্ততায় কাজ করছেন রঞ্জিত মল্লিকও। আর পাঁচটা বনেদী বাড়ির পুজো থেকে অনেকটাই আলাদা এই পুজো। সংস্কৃতি ও আচার-অনুষ্ঠানের অসামান্য মেলবন্ধন দেখা যায় এখানে।

Advertisment

সকালে অষ্টমীর পুজোর কয়েক ঝলকে দেখে নিন কোয়েলের বাড়ির পুজোর মেজাজ:

publive-image সকাল থেকেই পুজোর ব্যস্ততায় অভিনেত্রী কোয়েল মল্লিক

Advertisment

publive-image রঞ্জিত মল্লিকের ঠাকুরদা সুরেন্দ্র মাধব মল্লিক প্রবর্তন করেছিলেন এই পুজোর

publive-image পুজোর কাজের মাঝেই পরিজনদের সঙ্গে খোশমেজাজে ধরা দিলেন কোয়েল

publive-image বিয়ের পর থেকে পুজোয় একসঙ্গে যোগ দেন কোয়েল মল্লিক ও তার স্বামী নিসপাল সিং রানে

publive-image স্ত্রী, মেয়ে, জামাই নিয়ে আজও সমান উৎসাহে পুজোয় যোগ দেন রঞ্জিত মল্লিক

publive-image ভবানীপুরের কোয়েলের বাড়ির পুজো হয় বিশুদ্ধ সিন্ধান্ত পঞ্জিকা অনুসারে

publive-image

publive-image সকাল থেকেই পুজোর সমস্ত আচার মেনেই দেবীর পুজোর কাজে হাত লাগান কোয়েল

publive-image নবমীর মাতে থিয়েটার এই বাড়ির পুজোর সংস্কৃতির সঙ্গে জড়িয়ে

publive-image বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যোগ মল্লিক বাড়ির পুজোর মাত্রা আরও একধাপ বাড়িয়ে দেয়

publive-image অষ্টমীর সাবেকী সাজে কোয়েল যেন ঠিক ঘরের মেয়েটি

tollywood Durga Puja 2019