Advertisment

Kriti-Pulkit: ট্যাবু ভেঙে ছেলেদের মান-সম্মান এক করলেন পুলকিত? 'থু থু' করছেন স্ত্রী কৃতি ...

Kriti for pulkit: কী এমন করলেন পুলকিত যে কৃতি এত কথা বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kriti kharbanda, pulkit samrat, kriti pulkit wedding, pulkit samrat, fukrey, kriti pulkit news

kriti pulkit- বর কী এমন করলেন যে কৃতী এত কাণ্ড করলেন...

বিয়ের পর থেকেই কৃতি এবং পুলকিতকে নিয়ে আলোচনা। তাঁদের বিয়ের তামঝাম হোক কিংবা কৃতির পারিবারিক ভ্যালু, সবটাই নজর কেড়েছে নেটপাড়ার। তবে, এবার তিনি তাঁর বরের এমন একটা দিক দেখালেন...

Advertisment

এখন আর ছেলে মেয়ের কাজ আলাদ বলে কিছু হয় কী? সবকিছুই সবাইকে শিখতে হয়! আর এবার যেন সেটাই প্রমাণ করলেন পুলকিত। ট্যাবু ভেঙে কি তবে পুরুষ জাতির মান রাখলেন নাকি তাদের সম্মান আরও ভাঙলেন? মেয়েরাই শুধু বিয়ের পর এটা করে, সেটা করে...পুলকিত যা করলেন তাতে তাঁকে গ্রিন ফ্ল্যাগ দিলেন স্ত্রী কৃতি।

রান্নাঘরে ঢুকে ছেলে হয়েও নিজের প্রথম রসুইয়ের নিয়ম পালন করলেন তিনি। শুধু তাই নয়, বরের এই কান্ড দেখে কৃতি বেশ কয়েকটি ছবি তুললেন, সঙ্গে লিখলেন...

"আসলে, গতকাল অনেককিছু হয়েছে। আমি যেই রান্নাঘরে গেলাম বুঝলাম যে ওর হালুয়া বানাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কী করছ। ওর কথায়, এই যে বিয়ের পর প্রথম রান্নাঘরে কিছু বানানোর নিয়ম পালন করছি।" এটুকু শুনেই কৃতি হেসে ফেলেন এবং বলেন, "এই নিয়মটা মেয়েদের পালন করতে হয়।" তারপরই পুলকিত বলেন, "এটা বোকা বোকা হল না? আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সমস্ত দায়িত্ব নিজেই ভাগ করে নেব। তাহলে এটা কেন নয়? তুমি দিল্লিতে আমার বাড়ির সবার জন্য রান্না করেছ, এখানে আমি করব! সহজ..

সহজ শব্দটাই যেন সহজ করে দিয়েছেন পুলকিত। শুধু তাই নয়, কৃতি বললেন,  "এই শব্দের মাধ্যমে যেন আসলেই সবটা সহজ করে দিলেন তিনি। খুব সততার সঙ্গে সবটা করলেন। আমি খুব খুশি যে জীবনের সবথেকে সঠিক সিদ্ধান্তটা আমি নিয়ে ফেলেছি।"

বরের প্রশংসায় গুণমুগ্ধ তিনি। তাঁকে বিরাট আসনে বসালেন পাশাপাশি, তাঁকে অপেক্ষায় সঠিক ফল হিসেবেও বর্ণনা করলেন তিনি।

bollywood Entertainment News Kriti Kharbanda
Advertisment