/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/kriti-shanon.jpg)
নিস্তব্ধতা বলছে আজ অনেক কথা। শূন্যস্থানে হন্যে হয়ে খুঁজছে তাঁকে অনুগামীরা। মৃত্যুরহস্য নিয়ে যুক্তি তক্ক আজ থিতিয়ে পড়েছে। তবে ২৪ জুলাইয়ের সন্ধ্যা থেকেই সোশাল মিডিয়া মিস করতে শুরু করেছে তাঁকে। হ্যাঁ, এদিন আমজনতা থেকে তারকা অধিকাংশই দিল বেচারা দেখে মন খারাপ করেছে। তা নিয়ে একাধিক গন্য মান্য ব্যাক্তিরা সুশান্তকে নিয়য়ে মন্তব্য করেছেন। ফের আরও একবার তাঁর প্রাণচ্ছল হাসি মুখের ছবিতে ভরে উঠেছে সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম। এরমধ্যে দৃষ্টি আকর্ষণ করেছে অভিনেত্রী কৃতি শ্যাননের ইনস্টাগ্রাম পোস্ট।
তিনি জানিয়েছেন আরও একবার তার মন ভাঙল। জানা গিয়েছে, একটা সময়ে কৃতির সঙ্গে ঘনিষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাটিয়েছে সুশান্ত। সুখ দুঃখের অনেক কথাই তারা একে অপরের কাছে বলত। অভিনেত্রী বলেন, “ ম্যানির মধ্যে আমি তোমায় জীবিত দেখেছি। আমি জানি এই চরিত্রটা করতে তুমি কতটা গভীরে প্রবেশ করেছিলে। তোমার না বলা কথার মধ্যে একটা যাদু আছে। যখন তুমি কিছু বল না, মানে তুমি অনেক কিছু বলছ!”
View this post on InstagramA post shared by Kriti (@kritisanon) on
দিল বেচারার পরিচালক মুকেশ ছাবরার প্রশংসা করেছেন কৃতি। তিনি বলেন, আমি জানি এই ছবিটি সবসময় আপনার কাছে আমরা যা ভাবছি তার চেয়েও অনেক বেশি আপনার কাছে। আপনি প্রথম ছবিতেই আমাদের অনেক বেশি আবেগে টেনে নিয়ে গিয়েছেন।" অভিনেতা তার পোস্টে লিখেছেন।
আগামী দিনে আরও ভাল ছবি করার জন্য সঞ্জনার পিঠ চাপড়েছেন অভিনেত্রী। কৃতি সানন ও সুশান্ত সিং রাজপুত একসঙ্গে ২০১৭ সালে মুক্তি পাওয়া রাবতা ছবিতে অভিনয় করেছিলেন।