/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/kriti.jpg)
কৃতির 'আদিপুরুষ'
'আদিপুরুষ' রিলিজ করার আগে থেকেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না। কখনও নিম্নমানের VFX আবার কখনও স্টোরিলাইন আবার কখনও রামের চরিত্রে প্রভাসকে মানাচ্ছেনা বলেও আওয়াজ তুলছেন সিনে অনুরাগীরা। তবে, এবার যেন এক জোরালো বিতর্ক। কী ঘটেছে আসলে?
বিশেষ করে রামায়ণে যারা যারা আজ পর্যন্ত অভিনয় করেছেন তাদের প্রতি কিন্তু আলাদাই সম্মান রয়েছে অনুরাগীদের। অরুণ গোবিল থেকে গুরমিত চৌধুরী, তাদের সামনে সামনি দেখলে অনেকে উঠে দাঁড়িয়েও পড়েন। এবার প্রভাস রয়েছেন রামের চরিত্রে। সীতার চরিত্রে রয়েছেন কৃতি স্যানন। আর পরিচালকের সঙ্গে কৃতির এক মুহুর্তই ঝড় তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিরুপতিতে ছবির ফাইনাল ট্রেলার রিলিজ উপলক্ষে হাজির ছিলেন সকলেই। সেখান থেকে বেরোনোর সময়...
Director Om Raut kissing Kriti Sanon (who Played Sita ji ) Out side Tirupati mandir created controversy
😂🙏#WTCFinal2023#Adipurush#AdipurushTrailer2#KritiSanon#OmRaut#Prabhas#BhushanKumar#FarmersProtest#WTC2023#Ashwin#RohitSharma#Disgraceful#luchnowcourt#Kolhapurpic.twitter.com/t6afK04hLr— प्रतिभा बतरा (@Deshpremiindia) June 8, 2023
আরও পড়ুন < দেবের ‘প্রধান’ নায়িকা সৌমীতৃষা, কলকাতা ছেড়ে বহুদূরে শুটিং করবেন অভিনেতা! দিলেন বড় আপডেট >
পরিচালক ওম রাউত এবং কৃতি স্যানন একসঙ্গেই বেরোচ্ছিলেন তিরুমালা মন্দির থেকে। মন্দিরে পুজো দেন, আশীর্বাদ নিয়ে বেরোনোর সময় ঘটেছে এই ঘটনা। পুজো দিয়ে বেরিয়ে যাওয়ার সময় পরিচালকের সঙ্গে কুশল বিনিময় করতে এগিয়ে যান কৃতি। তারপরই সৌজন্যের খাতিরে তাঁকে আলগা জড়িয়ে ধরেন এবং গেলে চুমু এঁকে দেন পরিচালক। ভিডিও ভাইরাল হতেই শোরগোল।
'সীতা' কৃতি স্যানন এর এই কাণ্ডে রেগে আগুন একদল। তাদের কথায়, এহেন অবস্থা না হলেই ভবিষ্যতের পক্ষে ভাল। আবার কেউ বললেন, সীতা রাম এই চরিত্রগুলো মানুষের কাছে আবেগের, তাই ভুলভ্রান্তি না হলেই ঠিক। আবার কেউ কেউ কৃতিকে সঙ্গ দিলেন। তাঁদের কথায়, সিনেমার বাইরে একজন অন্য মানুষ তিনি। এটুকু সৌজন্যবোধ তো থাকবেই।