Kriti Sanon Kabir Bahia: আরও একবার পেজ থ্রি-র খবরে বলি ডিভা কৃতী শ্যানন। সৌজন্যে চর্চিত প্রেমিক কবীরের সঙ্গে বিয়ের গুঞ্জন। ইন্ডাস্ট্রির কানাঘুষো, খুব শীঘ্রই সাত পাকের বন্ধনে বাঁধা পড়তে চলেছেন কবীর ও কৃতী শ্যানন। যদিো সম্পর্কের কথা এখনও আনুষ্ঠীনিকভাবে জানাননি চর্চিত প্রেমিকযুগল। কিন্তু, বর্ষবরণের রাতে তাঁদের রোম্যান্টিক মুহূর্ত থেকে বেশ কিছু ইভেন্টে একসঙ্গে সেলেব পাপারাৎজ্জিদের লেন্সবন্দি হয়েছেন। লেটেস্ট মিডিয়া রিপোর্ট মোতাবেক, দিল্লি বিমানবন্দরে দেখা গিয়েছে দুজনকে। মনে করা হচ্ছে পরিবারের সঙ্গে কথা বলে বিয়ের দিনক্ষণ পাকা করতেই তাঁরা এসেছেন।
নীল ডেনিম জিন্স সাদা টপের সঙ্গে কালো জ্যাকেট, মাথায় টুপি আর চোখে সানগ্লাসে 'কুল' কৃতী। অন্যদিকে আপাদমস্তক কালো পোশাকে নজর কাড়লেন কবীর। চর্চিত প্রেমিকযুগল কবে তাঁদেরসম্পর্কে সিলমোহর দেবেন সেই অপেক্ষায় অনুরাগীরা। এর আগেও বেশ কয়েকবার কৃতী-কবীর তাঁদের প্রেমের গুঞ্জন উসকে দিয়েছেন। প্রেমচর্চার মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ভিডিও। যেখানে হট পিঙ্ক শাড়িতে নজর কেড়েছিলেন আদিপুরুষের নায়িকা। কবীরের পারিবারিক বিয়ের অনুষ্ঠানে গল্পের আসর বসিয়েছিলেন অভিনেত্রী। দুবাইয়ের এক মেহেন্দি ডিজাইনার এই ছবিটি পোস্ট করেছিলেন।
উল্লেখ্য, ধোনি ফ্যামিলির সঙ্গে নিউ ইয়ার ও ক্রিসমাস উদযাপেনর পার্টিতেই প্রথমবার একসঙ্গে দেখা যায় কবীর-কৃতীকে। বিদেশি ব্যবসায়ী কবীর বাহিয়ার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন। সমুদ্র সৈকত থেকে 'লাভ বার্ড'-এর ছবিও ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছিলেন কৃতী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যুগলের ছবি।পুলের জলে চর্চিত প্রেমিক যুগলের রোম্যান্টিক মুহূর্ত দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছিল।
মিডিয়া রিপোর্ট মোতাবেক, নতুন বছরে তাঁরা একসঙ্গে ছুটি কাটাচ্ছিলেন। সেই ছবিই ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলো খুব একটা স্পষ্ট নয়, তবে কৃতী আর কবীরের মুখ আলো-আঁধারি ছবিতেও বেশ স্পষ্ট। কখনও প্রিয়তমার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে রয়েছেন কবীর তো কখনও আবার উস্তাদ রাহাত ফতে আলি খানের কনসার্টে অভিনেতা বরুণ শর্মার সঙ্গে বসে রয়েছেন যুগলে। শেষ ছবিতেই একেবারে কেল্লাফতে। কনকনে ঠান্ডায় পুলের জলে 'উষ্ণ' রোম্যান্সে মজে চর্চিত প্রেমিকযুগল। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই লাইক-কমেন্টের বন্যা। নেটনাগরিকের প্রায় সিংহভাগের মতেই, 'পারফেক্ট জোড়ি'।