Advertisment

Kriti-Kabir Unseen Pic: খোলা চুল-উন্মুক্ত পিঠ! পুলের জলে কৃতি-কবীরের 'উষ্ণ' আলিঙ্গন, ফাঁস যুগলের রোম্যান্টিক মুহূর্ত

Kriti-Kabir Viral Pic: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কৃতি শ্যানন ও চর্চিতক প্রেমিক কবীরের রোম্যান্টিক মুহূর্ত। ছবি খানিক ঝাপসা হলেও যুগলের মুখ কিন্তু, একদম স্পষ্ট।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kriti sanon - mental breakdown

পুলের জলে কৃতি-কবীরের 'উষ্ণ' আলিঙ্গন

Kriti-Kabir Vacation: কৃতি শ্যানন, বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। অভিনয়ের জন্য যেমন প্রশংসা কুড়ান তেমনই আবার ব্যক্তিগত জীবনের জন্যও চর্চায় থাকেন কৃতি। সুশান্ত সিং রাজপুত থেকে দক্ষিণী অভিনেত্রী প্রভাসের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। একটা সময় আবার 'একাকিনী' তকমাও লেগেছিল অভিনেত্রীর গায়ে।

Advertisment

কিন্তু, চলতি বছরে কৃতির জীবনে এসেছে নতুন প্রেমের বসন্ত! মুখে কুলুপ এটে থাকলেও প্রেম তো কখনও গোপনে থাকে না। আলোর মতো ছড়িয়ে পড়ে। কৃতি-কবীরের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যুগলের ছবি। এবার তো একেবারে পুলের জলে চর্চিত প্রেমিক যুগলের রোম্যান্টিক মুহূর্ত দাবানলের গতিতে ভাইরাল।

মিডিয়া রিপোর্ট মোতাবেক, নতুন বছরে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন কৃতি-কবীর। সেই ছবিই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলো খুব একটা স্পষ্ট নয়, বেশ আবছা। তবে কৃতি আর কবীরের মুখ আলো-আঁধারি ছবিতেও বেশ স্পষ্ট। কখনও কৃতির কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন কবীর তো কখনও আবার উস্তাদ রাহাত ফতে আলি খানের কনসার্টে অভিনেতা বরুণ শর্মার সঙ্গে বসে রয়েছেন যুগলে। 

শেষ ছবিতেই একেবারে কেল্লাফতে। কনকনে ঠান্ডায় পুলের জলে 'উষ্ণ' রোম্যান্সে মজে কৃতি-কবীর। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই লাইক-কমেন্টের বন্যা। নেটনাগরিকের প্রায় সিংহভাগের মতেই, 'পারফেক্ট জোড়ি'। লাল হৃদয়ের ইমোজি থেকে হার্ট আই-এ ভরে গিয়েছে কমেন্ট বক্স।

Advertisment

উল্লেখ্য, নতুন বছরে বি-টাউনের চর্চিত লাভবার্ডসের সঙ্গে ছুটি কাটাচ্ছেন কৃতির বোন নুপূর শ্যানন ও তাঁর চর্চিত প্রেমিক। কৃতি শ্যানন ও কবীর ভাইয়া এখনও আনুষ্ঠানিকভাবে সম্পর্কে সিলমোহর দেননি। ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষীর সঙ্গে ক্রিসমাস সেলিব্রেট করেছেন কৃতি-কবীর। কবীরের পারিবারিক বিয়ের অনুষ্ঠানে হট পিঙ্ক শাড়িতে কৃতির ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

 দুবাইয়ের এক মেহেন্দি ডিজাইনার এই ছবিটি পোস্ট করেছিলেন। কবীরের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলছিলেন কৃতি। এছাড়াও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বস্ত্রীক ধোনি। সাক্ষীর সঙ্গেও খোশ গল্প করার মুহূর্ত ধরা পড়েছিল ক্যামেরায়। লাস্ট বাট নট ইন লিস্ট, বিশেষ বন্ধুর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানানোর পাশাপাশি সমুদ্র সৈকত থেকে  'লাভ বার্ড'-এর  ছবিও ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছিলেন কৃতি।

bollywood movie Bollywood News bollywood actress Bollywood Couple
Advertisment