টেলিদর্শকদের অন্দরমহলে এখন রাধিকা আর কর্ণর দুষ্টু-মিষ্টি প্রেম নিয়ে বহুল চর্চা। ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের স্বামী-স্ত্রীর মিলনের অপেক্ষায় রয়েছেন তাঁরা। এর মাঝেই কি না, কর্ণর দেখা মিলল অন্য এক অভিনেত্রীর সঙ্গে! অতঃপর বেজায় চটেছেন টেলিদর্শকরা। কী মুশকিল!
আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কর্ণ ওরফে ক্রুশল আহুজার (Krushal Ahuja) সঙ্গে অভিনেত্রী অদ্রিজা রায়ের (Adrija Roy) ছবি ভাইরাল হয়েছে। সোমবারও অভিনেতার ইনস্টাগ্রাম স্টোরিতে দু’জনকে দেখা গিয়েছে একসঙ্গে। তাও আবার অন্তরঙ্গ ভঙ্গীতে। আর সেই নিয়েই বর্তমানে সরগরম নেটপাড়া। স্বাভাবিকবশতই প্রশ্ন তুলেছেন অনেকে যে, ক্রুশল আর অদ্রিজা কি শুধুই ভাল বন্ধু?
এক মাস আগের কথা। পুজোর সময় ক্রুশলের পরনে কালো পাঞ্জাবি আর শিফন শাড়িতে অদ্রিজার ছবি সাড়া ফেলে দিয়েছিল নেটদুনিয়ায়। সেই থেকেই একটা কৌতূহল, তাহলে কি তাঁরা প্রেম করছেন? সূত্রের খবর বলছে, তাঁরা নাকি গত অক্টোবরের গোড়ার দিক থেকেই একে অপরকে ডেট করছেন। এর আগে অবশ্য এখানে আকাশ নীল ধারাবাহিকের অনামিকা চক্রবর্তীর সঙ্গেও ক্রুশলের ছবি ভাইরাল হয়েছিল। স্বস্তিকার সঙ্গেও প্রেম করার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সেসব সম্ভবত এখন অতীত! আর বাকিটা তো সময়ই বলবে। তবে নেটজনতা যে ক্রুশল থুড়ি কর্ণর পাশে রাধিকা ওরফে স্বস্তিকা না দেখে বেজায় চটেছেন, তা বলাই বাহুল্য।
অনেকেরই মন্তব্য, ‘কর্ণের পাশে রাধিকা কই’? কেউ কেউ আবার রাগের ইমোজি দিয়ে লিখেছেন ‘স্বস্তিকা-ক্রুশল’। অতঃপর ‘কী করে বলব তোমায়’ জুটি যে সুপারহিট, তা বলাই বাহুল্য।
View this post on Instagram
View this post on Instagram
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Television News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
রাগ, অভিমান ভুলে রাজীব-লক্ষ্মীরতন-বৈশালীকে একসঙ্গে লড়াইয়ের বার্তা প্রসূনের
টিকা নিয়েও রাজনীতি! বর্ধমানে ভ্যাকসিন নিলেন তৃণমূল বিধায়করা, তুঙ্গে বিতর্ক
শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ বন্ধ, তার মাঝেই 'মনের বান্ধবী'র সঙ্গে ছবি পোস্ট রোশনের
"স্বৈরাচারী শাসনব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ইতিহাস রাহুল গান্ধীকে স্মরণ করবে"
ফাইজারের করোনা টিকা নেওয়ার পর ২৩ জনের মৃত্যু, চাঞ্চল্য নরওয়েতে