কাছের বন্ধু কপিলকে গুরুত্ব দিতে গিয়েই এক বড় পরিচালকের ছবিতে না বলে দিয়েছেন ক্রুশ্না অভিষেক! খবর প্রকাশ্যে আসতেই ক্রুশ্নাকে নিয়ে চর্চার শেষ নেই।
গত সিজনে স্বপ্না অর্থাৎ ক্রুশ্না বাদ গিয়েছিলেন এই শো থেকে। জানা গিয়েছিল, নানা সমস্যার কারণেই নাকি এই শো থেকে পিছিয়েছিলেন তিনি। তবে, এবার আর দর্শকদের অনুরোধ এবং কপিলের ভালবাসা ফেলতে পারেন নি তিনি। ফের ফিরেছেন কপিল শর্মার সেটে। তবে, এই কারণেই নাকি নতুন ছবিকে না বলেছেন তিনি?
আরও পড়ুন [ রাত দশটা পার হতেই পুলিশি নির্দেশ, বন্ধ হল রহমানের কনসার্ট! ]
ক্রুশ্না বললেন, “অনেক সমস্যা হয়। শিডিউল ম্যাচ করে না। বিশেষ করে চ্যানেলের ক্ষেত্রে এধরনের সমস্যা লেগেই থাকে। এখন দেখুন, আমি যেহেতু এখানে ব্যাস্ত, তাই সাজিদ খান নতুন ছবি বানাচ্ছেন, সুযোগ পেয়েও আমি থাকতে পারছি না। নাহলে, ওর সঙ্গে কাজ করতে কে না চায়?”
উল্লেখ্য, ক্রুশ্না শো থেকে বাদ যেতেই আবারও সকলে ছেঁকে ধরেছিলেন কপিলকে। সুনীল গ্রোভারের মতই আবার একই জিনিস? নানা প্রশ্ন ছোঁড়া হয়েছিল তাঁর দিকে? এমনিও ভারতী সিং অথবা ক্রুশ্না অভিষেককে বাদ দিলে কপিল শর্মা নিজের জৌলুস হারায়। তবে, আবার ফিরেছে সেই চেনা মানুষ। ক্রুশ্না, নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, স্বপ্না ফিরেছে, এবার শুধু ধামাকা হবে।