Kubbra Sait: একরাতের সহবাসে প্রেগন্যান্ট, সঙ্গী ছাড়া গর্ভপাতের কঠিন অভিজ্ঞতা ভাগ 'সেক্রেড গেমস' খ্যাত কুবরার

Kubbra Sait Abortion: বয়স তখন মাত্র ৩০। বন্ধুর সঙ্গে আন্দামানে একরাতের সহবাসে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন কুবরা সেট। কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ করলেন 'সেক্রেড গেমস' খ্যাত অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
সঙ্গী ছাড়া গর্ভপাতের কঠিন অভিজ্ঞতা ভাগ 'স্যাক্রেড গেমস' খ্যাত কুবরার

সঙ্গী ছাড়া গর্ভপাতের কঠিন অভিজ্ঞতা ভাগ 'সেক্রেড গেমস' খ্যাত কুবরার

Kubbra Sait Abortion Journey: কুবরা সেট, পর্দায় যেমন সাহসী দৃশ্যে অভিনয় করে সাড়া ফেলে দেন ঠিক ততটাই সাহসী বাস্তবেও। দীর্ঘদিনের প্রেমিকের মৃত্যুর পর আজও একাকী জীবন কাটান কুবরা। প্রেম, বিয়ে সন্তান নিয়ে ভাবতে মোটেই রাজি নন 'সেক্রেড গেমস' খ্যাত কুবরা সেট। রূপান্তরকামী কুকু-র চরিত্রে নজর কাড়েন। প্রথমজীবনে ছিলেন চাকরিজীবী। পরে নিজের শখকে প্রাধান্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন কুবরা সেট। নামজাদা তারকাদের সঙ্গে কাজ করলেও প্রচারের আলো পাননি। 'স্যাক্রেড গেমস'-এ কুকু-র চরিত্র নিঃসন্দেহে তাঁর কেরিয়ারের মোড় ঘোরানো অধ্যায় সে কথা বলাইবাহুল্য। জীবনের গল্প নিয়ে কুবরা সেটের লেখা অটোবায়োগ্রাোফি 'ওপেন বুক'।

Advertisment

সেখানেই রয়েছে তাঁর জীবনযুদ্ধের কাহিনি। অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন অভিনেত্রী। কাউকে না জানিয়ে মাত্র ৩০ বছর বয়সে একাই গর্ভপাত করিয়েছিলেন! আন্দামানে কাছের এক বন্ধুর সঙ্গে রাত্রিযাপনের পরই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। কিন্তু, তখন তিনি মা হোয়ার জন্য প্রস্তুত ছিলেন না। প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট পজেটিভ আসতেই গর্ভপাতের সিদ্ধান্ত নিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কোনওরকম রাখঢাক না করেই সেইদিনগুলোর কথা বলেন কুবরা। সেগুলো অবশ্য লিপিবদ্ধ রয়েছে 'ওপেন বুক'-এ ও। 

বলিউড বাবল-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'যখন আমি গর্ভপাত করেছিলাম তখন নিজেকে দেখেই নিজেই বিশ্বাস করতে পারিনি আমি এতটা স্ট্রং থাকব। প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছিলাম। অথচ গর্ভপাত করব না এটা বলার মতো সাহসও ছিল না। অথচ আমাকে সিদ্ধান্তটা একাই নিতে হয়েছিল। গর্ভপাতের বিষয়টা আমি কাউকে জানতে দিইনি।' জীবনের কঠিন সময়ের স্মৃতিচারণা করতে গিয়ে আরও বলেন, 'ঘটনার কয়েকদিন পর আমার এক বান্ধবীর সঙ্গে দেখা হয়। তখন ওকে আমার মনের অবস্থার কথা বলেছিলাম। সেইদিন খুব কেদেছিলাম। পরে মনে হচ্ছিল কাউকে না বললেই হয়ত ভাল হত। কেউ জানতেই পারত না আমি কতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি।' 

গর্ভপাতের সিদ্ধান্ত গ্রহণের সময় তিনি বুঝতে পারেননি জীবনটা এক মুহূর্তে বদলে যাবে। কুবরার সংযোজন, 'মনে হয়েছিল যদি আমি মরে যাই? নিজের সিদ্ধান্ত তো নিজেই নিয়েছিলাম। কেউ তো এই দায় নিত না।  এটা তো আমার জীবনের কোন ছোটখাটো সিদ্ধান্ত ছিল না। এই ঘটনা জীবনে কতটা প্রভাব ফেলেছে সেটা কেউ বুঝবে না।'

bollywood movie web series Sacred Games Bollywood News bollywood actress Kubbra Sait