কুছ কুছ হোতা হ্যায় ছবি দিয়েই করণ জোহরের পরিচালনায় হাতেখড়ি। শাহরুখ খান, কাজল ও রানি মুখোপাধ্যায় অভিনীত এই ছবি কুড়ি বছর পার করে ফেলল। আর সেই নিয়েই নস্ট্যালজিক হয়ে ছবি শেয়ার করেছেন পরিচালক নিজে। অনেক কারণেই কুছ কুছ হোতা হ্যায় মনে রয়ে গেছে দর্শকদের। গল্প থেকে শুরু করে কাস্টিং, সবকিছুর মধ্যে নতুনত্ব ছিল। তার ওপর করণ জোহরের প্রথম পরিচালনা। এদিকে অনস্ক্রিন জুটি হিসাবে কাজল ও শাহরুখ ছাড়াও পাওয়া গেল রানি মুখোপাধ্যায় ও কিং খানের জুটিকে। ১৯৯৮ সালে কুছ কুছ হোতা হ্যায় যখন মুক্তি পায়, তখন খুব বেশি হলে তিনটে ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের।
রাহুল, অঞ্জলি ও টিনার ফ্যান ফলোয়িং বাড়তে থাকে। ফ্রেন্ডশিপ গোল থেকে ফ্যাশন, সংলাপ, সবটাতেই মেতে থাকতে শুরু করলেন দর্শক। মেতে থাকতে বলা ভুল, প্যার দোস্তি হ্যায়, বা কুছ কুছ হোতা হ্যায় রাহল তুম নেহি সামঝোগে-র মতো সংলাপ এখনও হিট। আজ ব্লকবাস্টার এই ছবি কুড়ি বছর পার করে ফেলল। সেই কথা মনে করেই কুছ কুছ হোতা হ্যায় নেপথ্য কিছু ছবি:








