New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/10/9aCNKEiFjYrsJnhZ5tDL.jpg)
স্টেজে কী ভাবে অলকা ইয়াগনিককে রক্ষা করলেন শানু?
স্টেজে কী ভাবে অলকা ইয়াগনিককে রক্ষা করলেন শানু?
Kumar Sanu Alka yagnik: লাইভ পারফরম্যান্সের মাঝে আচমকা মহিলা অনুরাগীকে চুমু খেয়ে চরম বিতর্কে জড়িয়েছেন নয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনা ঘটিয়েছেন উদিত। চুমু কান্ড নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়, তখন বিন্দুমাত্র বিচলিত নন তিনি। বরং উদিতের কথায়, ভক্তদের খুশি করতে এগুলো করতেই হয়, অযাতিত চর্চা বৃথা। বিতর্কের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় উদিত নারায়েনর পুরনো ভিডিও
সেই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় উদিত নারায়নের পুরনো ভিডিওয যেখানে শ্রেয়া ঘোষাল, অলকা ইয়াগনিককে আচমকা চুমু খেয়েছিলেন। উদিত নারায়নের মতো একজন পপুলার গায়কের এই কীর্তিতে একেবারে ছিছিক্কার। তিনি অবশ্য বুক চিতিয়ে বলেছেন, 'আমি নিপাট ভদ্র লোক। পরিবারে এমন কোনও কেচ্ছা নেই। বদনাম করতে এসব করা হচ্ছে।' হেয়ালি করে আবার বলেছেন, 'আমি এমনিই জনপ্রিয়, এগুলোর পর সেই জনপ্রিয়তা।' চর্চার মাঝে এবার ভাইরাল কী ভাবে উদিতের আকস্মিক চুমুতে বিব্রত হওয়া অলকাকে রক্ষা করেছিলেন কুমার শানু।
অলকার সঙ্গে ডুয়েট গাইছিলেন শানু। সেই সময় স্টেজে ছিলেন উদিত নারায়নও। আচমকা অলকার অনুমতি ছাড়াই চুমু খেয়ে ফেলেন। অলকার অস্বস্তি হচ্ছে বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে উদিতের থেকে তাঁকে দূরে সরিয়ে নেন কুমার শানু। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। কুমার শানুর প্রশংসা করে এক নেটিজেন লিখেছেন, 'প্রতিটি মেয়ের শানুদার মতো একজন বন্ধু থাকা প্রয়োজন।' অপর এক ব্যক্তি বলেন, 'এই জন্যই অলকা সবসময় শানুদার সঙ্গে স্টেজে পারফর্ম করেন।'
মহিলাভক্তের ঠোঁটে চুমু খাওয়ার ভিডিও ঘিরে উদিত ETimes-কে বলেছেন, 'আমার আর ভক্তদের মধ্যে একটা পবিত্র সম্পর্ক আছে। যা কোনওদিন নষ্ট হবে না। এই ধরনের একটা ভিডিও ভাইরাল করে আমার আর অনুরাগীদের মধ্যে ভালবাসা নিয়ে নোংরামি করা একেবারে যুক্তিহীন। ওঁরা আমাকে ভালবাসে আমি ওঁদের আরও বেশি ভালবাসা ফিরিয়ে দিতে চাই। এই ঘটনা নতুন নয়। মাইকেল জ্যাকশনের মতো কিংবদন্তী শিল্পীও স্টেজে চুমু খেয়েছেন। তখন তো কোনও ইস্যু তৈরি হয় না।'