/indian-express-bangla/media/media_files/2025/10/03/cats-2025-10-03-15-11-07.jpg)
কুমার শানুর আইনি নোটিশ
Kumar Sanu legal notice To Ex Wife: কুমার শানুর সুরেলা কণ্ঠস্বরে মোহিত কাশ্মীর টু কন্যা কুমারী। কিন্তু, ব্যক্তিগতজীবনে সত্যিই অনেক কেলেঙ্কারি? সম্প্রতি প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য গায়ককে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁকে অবহেলা করা, অভুক্ত রাখার মতো মারাত্মক অভিযোগ। রীতার অভিযোগ, তৃতীয়বার অন্তঃসত্ত্বার সময় কুমার শানু এবং তার পরিবার তাঁকে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস থেকে বঞ্চিত করেছিল। এবার এই ঘটনায় পালটা পদক্ষেপ নিলেন গায়ক কুমার শানু।
গায়ক তাঁর আইনজীবী সানা রাইস খান-এর মাধ্যমে রীতাকে আইনি নোটিশ পাঠিয়েছেন। সানা একটি আনুষ্ঠানিক বিবৃতিতে রীতাকে পাঠানো নোটিশের একটি বিশেষ অংশ সম্পর্কে বলেছেন। যেখানে লেখা, '৪০ বছরেরও বেশি সময় শ্রী কুমার সানু সংগীতের দুনিয়ার সঙ্গে যুক্ত। লক্ষ লক্ষ মানুষের জীবন আনন্দ ভরিয়েছেন এবং সারা বিশ্বের মানুষের থেকে ভালোবাসা ও সম্মান পেয়েছেন। আঘাতজনক মিথ্যা হয়তো অস্থায়ী শোরগোল তৈরি করতে পারে তবে তা কোনওদিন সেই শিল্পীর জনপ্রিয়তা মুছে দিতে পারবে না। যিনি প্রজন্মের পর প্রজন্মকে সুরের মূর্চ্ছনায় বেঁধে রেখেছেন।'
আরও পড়ুন বিয়ের ছবি আর কোনওদিন দেখা যাবে না! 'আদিত্যের জন্যই...', তারকা স্বামীর কোন সত্যি ফাঁস করলেন রানি?
তিনি আরও যোগ করেন, 'আমরা নিশ্চিত করব তাঁর সম্মান এবং পরিবারের মান নষ্ট করার প্রচেষ্টা আইনের পূর্ণ শক্তি দিয়ে মোকাবিলা করা হবে। কোনও ব্যক্তি বা মিডিয়া প্ল্যাটফর্মের কোনও অধিকার নেই একজন বাবার সম্মান কলঙ্কিত করার বা তাঁর পরিবারের মর্যাদা ক্ষুন্ন করার।'
রীতা কি বলেছিলেন?
সিদ্ধার্থ কাননের শোয়ে রীতা তার তৃতীয় গর্ভাবস্থার একটি কষ্টের মুহূর্ত শেয়ার করেন। তিনি জানান, সেই সময় দুই সন্তান ছিল আর কুমার শানুর সঙ্গে ডিভোর্স প্রক্রিয়া চলছিল। গায়কের প্রাক্তন স্ত্রী বলেন, 'আমাদের দুধ দিতেন না। চিকিৎসা করাতেন না। তুমি জানো না এই মানুষটি আমার সন্তানদের কতটা কষ্ট দিয়েছে। দুধ বিক্রেতা আমাকে বলেছিল তাঁকে এখানে আসতে বারণ করা হয়েছিল তবুও উনি দুধ দিয়ে যেতেন। একইভাবে চিকিৎসক যিনি আমার দুই সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি-ই তৃতীয় সন্তানের প্রসবে সাহায্য করেন। '
আরও অভিযোগ করেন, বিচ্ছেদের সময় কুমার শানু তাঁকে মাত্র ১০০ টাকা দিয়েছিলেন। রীতার দাবি, 'আমি সব গয়না বিক্রি করেছি। আমি জীবনের চরম সুখ যেমন দেখেছি তেমন চরম দুঃখও দেখেছি।' তিনি বলেন। আরও উল্লেখ করেন, ২০০৫ সালে মুম্বইয়ে বন্যার সময় দুই ছেলে নিখোঁজ হয়ে গেলেও কুমার শানু উদাসীন ছিলেন। তিনি বলেন, 'জিকো এবং জান হারিয়ে গিয়েছিল। আমি সারারাত তাদের খুঁজছিলাম। এটি ছিল ভয়ঙ্কর একটি দিন। আমি ভাবছিলাম ওদের হারিয়ে ফেলব। তাও সে জিজ্ঞাসা করল না সন্তানরা ঠিক আছে কি না।'
আরও পড়ুন আদালতের দ্বারস্থ-সুরক্ষিত ৯১ বছরের আশা ভোঁসলে, আচমকা কী হল কিংবদন্তি সংগীতশিল্পীর?
প্রসঙ্গত, কুমার সানু এবং রীতা ১৯৮০ সালে বিয়ে করেছিলেন। তখন অবশ্য কুমার শানু পরিচিতি তৈরি হয়নি। ১৯৯৪ সালে বিচ্ছেদ হয় তাঁদের। কুমার শানুর সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী কুনিকা সাদানন্দ। সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। ২০০১ সালে সালোনি ভট্টাচার্যের সঙ্গে বিয়ে করে দুই কন্যা সন্তানের বাবা হন গায়ক কুমার শানু।