অন্তঃস্বত্বা স্ত্রীকে ভয়ঙ্কর নির্যাতন, 'তালাবন্ধ করে', বাঙালি কিংবদন্তি গায়কের বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন...

কুমার শানু ১৯৮৬ সালে রীতাকে বিয়ে করেন। তাদের তিন সন্তান- জিকো, জাস্সি ও জান। ১৯৯৪ সালে কুনিকা সদানন্দের সঙ্গে সম্পর্কের জের ধরে তাদের বিচ্ছেদ ঘটে এবং রীতা সন্তানের হেফাজত পান।

কুমার শানু ১৯৮৬ সালে রীতাকে বিয়ে করেন। তাদের তিন সন্তান- জিকো, জাস্সি ও জান। ১৯৯৪ সালে কুনিকা সদানন্দের সঙ্গে সম্পর্কের জের ধরে তাদের বিচ্ছেদ ঘটে এবং রীতা সন্তানের হেফাজত পান।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
shanu

যা বললেন তাঁর স্ত্রী...

বলিউডের জনপ্রিয় গায়ক কুমার শানুর ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের সাথে অশান্ত বিবাহবিচ্ছেদ কিংবা অভিনেত্রী কুনিকা সদানন্দের সঙ্গে সম্পর্ক, সবই তাকে খবরের শিরোনামে রেখেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রীতা তাদের দাম্পত্য জীবন ও তৃতীয় সন্তান যখন তাঁর গর্ভে, তখন ঘটে যাওয়া নির্যাতনের অভিযোগ সামনে আনলেন।

Advertisment

রীতা জানান, শানুর সাফল্যের পিছনে তার বড় অবদান রয়েছে। তাঁর কথায়, "কুমার শানুকে আজকের অবস্থানে নিয়ে আসার স্বপ্ন আমার ছিল। আমি তাকে মুম্বই যেতে ও সংগ্রাম করতে উৎসাহ দিয়েছিলাম। আমাদের তখন টাকা ছিল না, মাটিতে শুয়ে থেকেছি, তবু লড়েছি।" তবে আশিকি ছবির সাফল্যের পর থেকেই শানুর স্বভাব বদলাতে শুরু করে বলেই দাবি করেন রীতা। "সে রূঢ় হয়ে ওঠে, পরিবারের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তাঁর। এমনকি ছেলের বিয়ের সময়ও আমাদের এড়িয়ে গিয়েছিল শানু"...এমনই অভিযোগ তার।

সবচেয়ে চাঞ্চল্যকর দাবি করেন তৃতীয় সন্তান জান কুমার, যখন গর্ভে ঠিক তখন শানুর করা নির্যাতন এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে। রীতা বলেন, “আমাকে যথেষ্ট খাবার দেওয়া হতো না, রান্নাঘরের স্টোরেজ তালাবদ্ধ করে রাখা হতো। এমনকি সন্তানদের দুধও বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি অসুস্থ থাকলেও কোনো খোঁজ নেয়নি ও।”

Advertisment

তিনি আরও যোগ করেন, “যখন আমি আমার বাবাকে হারালাম, তখনও নির্যাতন চলেছে। সেই সময় শানু আদালতে নিষ্ঠুরতার অভিযোগে আমাকে টেনে নিয়ে যায়। অথচ কয়েক মাস আগেই প্রকাশ্যে বলেছিল, আমিই তার সাফল্যের কারণ।” অন্যদিকে, অভিনেত্রী কুনিকা সদানন্দ আগেও প্রকাশ করেছিলেন যে শানুর সঙ্গে তার সম্পর্ক চলাকালীন দাম্পত্য জীবন ছিল ভীষণ অশান্ত। তার ভাষায়, “আমি তাকে স্বামী হিসেবেই দেখতাম, কিন্তু পরে অন্য সম্পর্কে জড়িয়ে পড়ায় আমি তাকে ছেড়ে দিই।”

কুমার শানু ১৯৮৬ সালে রীতাকে বিয়ে করেন। তাদের তিন সন্তান- জিকো, জাস্সি ও জান। ১৯৯৪ সালে কুনিকা সদানন্দের 

Entertainment News Today kumar shanu