Advertisment
Presenting Partner
Desktop GIF

এবার কুণাল কামরার বেঙ্গালুরু শো বাতিল! ‘নতুন কোভিড গাইডলাইন’ খোঁচা শিল্পীর

Kunal Kamra: 'শাসক দলের একটা অংশ হয়তো মনে করছেন ফারুকি কৌতুকশিল্প ছাড়লে, কামরা কেন অনুষ্ঠান করবে। তাই দু’জনের জন্যই সমান ব্যবস্থা করলেন ওরা।'

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Kunal Kamra, Stand Up comedian, Munawar Faruqui

ফাইল ছবি

Kunal Kamra: মুনওয়ার ফারুকির পর কুণাল কামরা। এবার বেঙ্গালুরুতে বাতিল হল এই কৌতুকশিল্পীর অনুষ্ঠান। তাঁর শো আয়োজিত করা হলে বন্ধ করে দেওয়া হবে প্রেক্ষাগৃহ। এই ধরনের হুমকির মাঝে পড়ে শো বাতিলের সিদ্ধান্ত। এমনটাই ট্যুইটারে অভিযোগ করেন কামরা। তিনি লেখেন, ‘প্রথমে ৪৫ জন দর্শক নিয়ে এই শো আয়োজনের অনুমতি পাইনি। যেখানে সেই প্রেক্ষাগৃহে আরও বেশি দর্শক বসতে পারে। দ্বিতীয়ত ওই প্রেক্ষাগৃহে আমি শো করলে বন্ধ করে দেওয়া হবে। এমন হুমকি আশা শুরু হয়েছে। করোনার নতুন প্রজাতির দেখা পেলাম । আমার অনুমান এটাও করোনার নতুন গাইডলাইন এবং বিধির অংশ।‘

Advertisment

খানিকটা ব্যাঙ্গের সুরেই তাঁর ট্যুইটে খোঁচা, 'শাসক দলের একটা অংশ হয়তো মনে করছেন ফারুকি কৌতুকশিল্প ছাড়লে, কামরা কেন অনুষ্ঠান করবে। তাই দু’জনের জন্যই সমান ব্যবস্থা করলেন ওরা।‘      

এদিকে, আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। এই সম্ভাবনা উসকে কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকির অনুষ্ঠান বন্ধ করল বেঙ্গালুরু পুলিশ। প্রশাসনিক এই সিদ্ধান্তকে কটাক্ষ করে শিল্পীর ট্যুইট, ‘হিংসা জিতে গেল, শিল্পী হেরে গেল। আমি এখানেই ইতি টানলাম, বিদায় অন্যায়।‘ আয়োজকদের কাছে পুলিশের পাঠানো অনুষ্ঠান বন্ধের চিঠিতে উল্লেখ, ‘ফারুকি একজন বিতর্কিত চরিত্র। একাধিক রাজ্যে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। আমাদের কাছে খবর রয়েছে এই কৌতুকশিল্পীর অনুষ্ঠান বয়কট করতে একাধিক সংগঠন পথে নামতে পারে। এই বিক্ষোভে নাগরিক শান্তি এবং সম্প্রীতি বিঘ্ন ঘটতে পারে। প্রভাবিত হতে পারে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি।‘ আয়োজক সংস্থা কার্টেন কলকে পাঠানো চিঠিতে এই প্রসঙ্গ উল্লেখ করেছে অশোক নগর থানা। সেই চিঠির সত্যতা স্বীকার করে অন্যতম আয়োজক সিদ্ধার্থ দাস বলেন, ‘পুলিশের অনুমতি না মেলায় এবং একাধিক সংগঠনের তরফে হুমকি আসায় অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘ রবিবার বিকেল ৫টায় গুড শেপার্ড অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।

পুলিশের তরফে এক কর্তা বলেন, ‘মুনাওয়ার ফারুকি বিতর্কিত চরিত্র। একাধিক রাজ্যে তাঁকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানের অনুমতি চেয়ে আয়োজক সংস্থা আমাদের ১৫ নভেম্বর চিঠি পাঠিয়েছিল। আমরা সেই অনুমতি খারিজ করেছি।‘ যদিও বেঙ্গালুরু পুলিশ আয়োজকদের উপর চাপ তৈরি করে এই অনুষ্ঠান বাতিল করেছে। এমনটাই অভিযোগ শহরের সমাজকর্মীদের।  

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Munawar Faruqui kunal-kamra
Advertisment