Advertisment

আমির খান ছাড়া অন্য কোনও অভিনেতার জন্য অডিশন দিতে হয়নি: করিনা কাপুর খান

লাল সিং চড্ডা-র জন্যই প্রথমবার অডিশন দিলেন অভিনেতা করিনা কাপুর খান এবং তিনি জানিয়েছেন, কেবলমাত্র আমির খানের জন্য স্ক্রিনিং প্রসেসের মধ্য দিয়ে যেতে রাজি হয়েছেন করিনা।

author-image
IE Bangla Web Desk
New Update
kareena kapoor khan

করিনা কাপুর খান।

লাল সিং চড্ডা-র জন্যই প্রথমবার অডিশন দিলেন অভিনেতা করিনা কাপুর খান এবং তিনি জানিয়েছেন, কেবলমাত্র আমির খানের জন্য স্ক্রিনিং প্রসেসের মধ্য দিয়ে যেতে রাজি হয়েছেন করিনা। টম হ্যাঙ্কসের ফিচার ছবি 'ফরেস্ট গাম্প' (১৯৯৪)-এর অফিসিয়াল রিমেক লাল সিং চড্ডা। পরিচালক অদ্বৈত চৌহানের এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন আমির খান।

Advertisment

পিটিআইকে করিনা কাপুর খান বলেছেন, ''লাল সিং চড্ডা সম্ভবত আমার কেরিয়ারের প্রথম ছবি যার জন্য অডিশন দিয়েছি। কোনও ছবির জন্যই কখনও এটা করিনি বা আমির খান ছাড়া অন্য কোনও অভিনেতার জন্য এই কাজটা করতামও না।'' ৩৯ বছরের অভিনেতা, 'থ্রি ইডিয়টস'-এর সম্প্রতি আবার জুটি বেঁধেছেন আমির খানের সঙ্গে।''

আরও পড়ুন, মানসিক আঘাতকে জয় করার গল্পই ছপাক: মেঘনা গুলজার

তিনি আরও বলেন, “আমির খানের কারণেই এটি অবিশ্বাস্য। ভারত তাঁর মতো সিনেম্যাটিক মনন ভারত আগে দেখেনি। এই প্রজন্মের একরম একজন আবেগপ্রবণ এবং প্রতিশ্রুতিবদ্ধ অভিনেতার সঙ্গে ফ্রেম ভাগ করে নেওয়া সম্মানের।''

aamir khan শহরে শুটিংয়ে আমির খান।

করিনা নাকি ১৯৮৯-এ আমিরের ছবি 'রাখ' থেকে তাঁর কেরিয়ারের প্রতি নজর রেখেছেন। নায়িকা এদিন আরও বলেন, ''আমি ওর বড় ভক্ত। ও একমাত্র অভিনেতা। ওর সঙ্গে থাকলে কেমন স্থানুর মতো হয়ে যাই এবং এটা কেউই বিশ্বাস করে না...। কারণ ও তখন আমির থাকে না, ও সবসময় অন্যকারও মধ্যে মরফিং করে যায়। ৩০-৩৫ বছর পরও এই ক্ষমতা থাকাটা অভাবনীয়।''

আরও পড়ুন, বড়দিনের আনন্দে মাতল টলিউড, দেখুন ফোটো

শুক্রবার করিনার ছবি গুড নিউজ মুক্তি পেতে চলেছে। ছবিতে করিনা ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় কুমার, দিলজিৎ দোসাঞ্জ ও কিয়ারা আদবানি।

bollywood movie aamir khan
Advertisment