কবে বিয়ে করছেন সুস্মিতা সেন (Sushmita Sen)? এই প্রশ্ন বারবার ঘুরেফিরে এসেছে। তবে বৃহস্পতিবার একটা ঘোষণাতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। কী না শেষমেশ বিয়ে ‘আইবুড়ো’ তকমা ঘুচতে চলেছে সুস্মিতা সেনের! পাত্র? ললিত মোদী।
ললিত মোদী (Lalit Modi) যিনি কিনা বছর খানেক ধরেই দেশ থেকে ফেরার। শেষমেশ তিনিই এক টুইটে জল্পনা উস্কে দিলেন। সুস্মিতা সেনের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দিয়ে। যা দেখে তোলপাড় পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বের মাসেই কাশ্মীরি প্রেমিক রোমান শলের (Rohman Shawl) সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে সুস্মিতা সেনের (Sushmita Sen)। তবে এখনও একে-অপরের সঙ্গে বন্ধুত্ব অটুট রেখেছেন তাঁরা। আর এবার অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন বঙ্গকন্যা! সুস্মিতা সেন নিজে যদিও সেই বিষয়ে মুখ খোলেননি এখনও।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন