Advertisment

প্রেম জমে ক্ষীর! সমুদ্রের বুকে সুস্মিতাকে দেখে 'হট' কমেন্ট মোদির

সুস্মিতা সেন সার্ডিনিয়া ট্যুরের ছবি শেয়ার করতেই কমেন্ট মোদির।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sushmita Sen Sardinia trip, সুস্মিতা সেন সার্ডিনিয়া ট্যুর, ললিত সুস্মিতার প্রেম, Lalit comment on Sushmita's photo, Sushmita Sen-Lalit Modi affairs, ললিত-সুস্মিতা, Sushmita Sen trolled, Lalit Modi, Ranveer Singh Wishes Lalit-Sushmita, Lalit-Sushmita, IPL, Sushmita Sen, Lalit Modi, Lalit Modi Sushmita Sen, Lalit-Sushmita realtionship, ললিত মোদী, সুস্মিতা সেন, Indian Express Entertainment News, Bengali news today

সুস্মিতা সেনের ছবিতে ললিত মোদির কমেন্ট

সুস্মিতা সেন, ললিত মোদির সম্পর্ক প্রকাশ্যে আসতেই তুমুল চর্চা নেটপাড়ায়। তবে কটুক্তি-সমালোচনা যতই হোক, এদিকে দুই তারকার প্রেম কিন্তু জমে ক্ষীর! নেটদুনিয়ার চোখ রাখতেই ধরা পড়ল সেই মিষ্টি সম্পর্ক। সার্ডিনিয়া ট্যুরের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন সুস্মিতা সেন। আর প্রেমিকার এমন ছবি দেখেই গদগদ হয়ে পড়েছেন ললিত মোদী। অতঃপর প্রকাশ্যেই সুস্মিতার সৌন্দর্যের প্রশংসা করতে ছাড়লেন না তিনি।

Advertisment

গত মাসেই সার্ডিনিয়াতে ছুটি কাটাতে গিয়েছিলেন সুস্মিতা সেন। সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং ললিতও। সেখান থেকে লন্ডনে ফিরেই নায়িকার সঙ্গে প্রেমের কথা ঘোষণা করেন তিনি। এদিকে সার্ডিনিয়াতে কাটানো ছুটির আমেজে এখনও মেতে রয়েছেন সুস্মিতা। তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে চোখ রাখলেই, তা বেশ বোঝা যায়। আর সেই ট্যুরের ছবিতেই মোদির হট কমেন্ট।

এক ভিডিওয় দেখা গেল, মধ্যপ্রাচ্যের সমুদ্রে আনন্দ করছেন সুস্মিতা সেন। পরনে সাদা-কালো সুইমিং স্যুট। প্রমোদতরী থেকে ঝাঁপ দিলেন সমুদ্রে। ক্যাপশনও ঝাঁ চকচকে- "… যেখানে জীবনের গভীরতা রয়েছে, আমি সবসময়ে সেখানে।" সেই ভিডিও দেখেই ললিত মোদীর মন্তব্য, "সার্ডিনিয়াতে বেশ হট লাগছে।"

<আরও পড়ুন: ‘মহানায়ক’ সোহমের সঙ্গে জেলবন্দি অর্পিতার রোম্যান্স! ভাইরাল নায়িকার ভিডিও>

সেই ট্যুরেরই আরেকটি ছবি পোস্ট করেন সুস্মিতা সেন। পরনে অ্যানিমেল প্রিন্টেড সি-বিচ পোশাক। চোখে কালো রোদচশমা। প্রমোদতরীর ছাদে রোদ গায়ে মাখছেন। মধ্য চল্লিশেও সুস্মিতা সেনের গ্ল্যামার বিন্দুমাত্র কমেনি। সেই পোস্টের ললিত মোদির কমেন্ট, "সার্ডিনিয়া ট্রিপের ছবিগুলো অবশেষে এল। দারুণ হয়েছে।" সেই পোস্টে সুস্মিতার ভাতৃবধূ চারু অসোপা সেনও হৃদয় ইমোজি ছুঁড়ে দিয়েছেন। আর নায়িকার পোস্টে প্রেমিক মোদির এমন মন্তব্য দেখেই শোরগোল নেটপাড়ায়।

প্রসঙ্গত, আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ‘ফেরার’ মোদির সঙ্গে প্রেম করে দেদার কটুক্তি-সমালোচনার শিকার সুস্মিতা সেন (Sushmita Sen)। নেটদুনিয়ার নীতিপুলিশদের মন্তব্য, “টাকার জন্যই কি ললিত মোদির কাছে বিক্রি হয়ে গেলেন সুস্মিতা সেন?” অভিনেত্রীকে নিয়ে যখন জেরবার সোশ্যাল মিডিয়া, তখন অভিনেত্রী কিন্তু পাত্তা না দিয়ে দিব্যি প্রেমে মশগুল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood Sushmita Sen Entertainment News lalit modi
Advertisment