বৃহস্পতিবার সন্ধেবেলা কোনওরকম রাখঢাক না করেই সুস্মিতা সেনকে নিজের ‘বেটার হাফ’ অর্থাৎ ‘অর্ধাঙ্গিনী’ বলে সম্বোধন করেছিলেন ললিত মোদি (lalit modi-sushmita sen)। যা নিয়ে তোলপাড় বি-টাউন থেকে নেটদুনিয়া। আইপিএল আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত ফেরার ললিতকে প্রেমিক হিসেবে বেছে নেওয়ার জন্য আমজনতারা সুস্মিতাকে কটাক্ষ-সমালোচনা করলেও 'চর্চিত জুটি'কে শুভেচ্ছা জানিয়েছেন রণবীর সিং (Ranveer Singh)।
Advertisment
রণবীর বরাবরই রসিক প্রকৃতির। বলিউড ইন্ডাস্ট্রির প্রবীণ থেকে নবীন প্রজন্ম সবার সঙ্গেই ভাল সম্পর্ক বজায় রাখেন। অতঃপর বৃহস্পতিবার ললিত যখন সুস্মিতার সঙ্গে ছবি দিয়ে তাঁদের প্রেমের কথা ঘোষণা করলেন, তখনও তাঁদের শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেতা। হার্ট ইমোজির পাশাপাশি রণবীর সিং বুঝিয়ে দেন- "সুস্মিতা-ললিতের প্রেমের সম্পর্কে যেন কোনওরকম নজর না লাগে।" দীপিকা-পতির এহেন শুভেচ্ছা নজর এড়ায়নি ললিত মোদির। কারণ, বলিপাড়ার আর কাউকে তাঁদের শুভেচ্ছা জানাতে দেখা যায়নি। হাজারো কটুক্তি-সমালোচনার মাঝেই রণবীর সিংকে ব্যাঙ্গাত্মক জবাব ছুঁড়ে দেন সুস্মিতা-প্রেমিক। যা দেখে নেটিজেনরাও মাথা চুলকোচ্ছেন!
ললিত মোদির সঙ্গে ইটালিতে ছুটির মেজাজে প্রেমিকা সুস্মিতা সেন
Advertisment
রণবীর সিং-কে কী এমন বললেন ললিত মোদি, যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া? অভিনেতাকে ভাই সম্বোধন করে সুস্মিতা-প্রেমিকের মন্তব্য, "তোমার শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই রণবীর সিং। এখন তো আমি আর আইপিএলে নেই। তাই জন্য দুঃখিত! কিন্তু আমি বলব, জীবনে যা ইচ্ছে হয়, সময় বের করে এখনই উপভোগ করে নাও। বাকিটা নিজের মতো করেই চলে আসবে। ইউরোপে এলে তোমার সঙ্গে দেখা হবে। দীপিকা আর তোমাকে আলিঙ্গন। মনে রেখো, প্রযোজকরা কিন্তু বিনামূল্যে আসে না। তখন তোমাকে লোকেরাও পাত্তা দেবে না।"