/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/tej-pratap-759.jpg)
রুদ্রা দ্য অবতার, এই ছবিতেই বলিউডে জেবিউ হচ্ছে লালুপ্রসাদ পুত্র তেজপ্রতাপ যাদবের। (ফাইল ফোটো- ইন্ডিয়ান এক্সপ্রেস)
তেজপ্রতাপ তাঁর নাম বটে। এবার দেখবেন তাঁর রুদ্র রূপ। আর বেশি দেরি নেই। লালুপুত্র প্রস্তুত। এবং সে নিয়ে টুইটও করেছেন তিনি। আমরা তেজ প্রতাপ যাদবের কথা বলছিলাম। লালুপ্রসাদ যাদবের ছেলে বলিউডে, এ খবর অনেকে ভুলে গেলেও, ভুলে থাকার সুযোগ দিচ্ছেন না তিনি। বিহারের প্রাক্তন এই মন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন রুদ্র ছবির পোস্টার।
এ অবশ্য তেজপ্রতাপের প্রথম রুপোলি পর্দায় আগমন নয়। এর আগে ভোজপুরী ছবিতে মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
— Tej Pratap Yadav (@TejYadav14) June 27, 2018
কদিন আগেই ঐশ্বর্য রাই নামের এক মহিলাকে বিয়ে করে সংবাদ শিরোনামে এসেছিলেন তেজপ্রতাপ। এই ঐশ্বর্য অবশ্য রুপোলি পর্দার নন, ইনি আপজেডি-র এক বিধায়কের কন্যা।
ছোটভাই তেজস্বী যাদবই যখন লালুপ্রসাদের রাজনৈতিক উত্তরসূরী হিসেবে চিহ্নিত হয়েছেন, তখন সিনে জগৎকেই আত্মপরিচয়ের জন্য বেছে নিয়েছেন তেজপ্রতাপ, যতই তাঁর এক পা বিহারের রাজনীতিতে থাকুক না কেন!