/indian-express-bangla/media/media_files/2025/06/05/wPYUv6xdB8PWP0PJbIL1.jpg)
বাবা চলে যাওয়ায় যা বললেন অভিনেত্রী... Photograph: (Instagram)
Bollywood Actress Father passed away: সন্তানের কাছে বাবা মায়ের থেকে আপন আদৌ কেউ হয়? এর জীবনে যার কাছে যতই মানুষের গুরুত্ব থাকুক না কেন, যে হাত ধরে এখন মানুষ চলতে শেখে, যে হাত খবর খাইয়ে দেয়, সেই মানুষ চলে যাওয়ার যন্ত্রণা ভীষণ সাংঘাতিক। আর বিশেষ করে মেয়েদের কাছে বাবার জায়গা নেওয়ার মতো মানুষ খুব কম আছেন। অভিনেত্রী লারা দত্ত সেই কষ্ট সাংঘাতিকভাবে বুঝতে পারছেন এখন।
কিছুদিন আগেই তাঁর বাবা চলে গিয়েছেন। তাঁর জন্মদিনের ১৯ দিনের মাথায় বাবার মৃত্যুতে ভেঙে পড়েন অভিনেত্রী। এবং সেই মৃত্যুর খবর যেন হজম করতেও বেশ কিছুদিন সময় লেগে গিয়েছিল তাঁর। গতকাল সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তিনি। বাবাকে নিয়ে নিজের অজানা অনুভূতি সকলের সামনে তুলে ধরলেন তিনি। কী লিখছেন বাবাকে নিয়ে?
আমার বিস্ময়কর, সাহসী, যোদ্ধার মত বাবা, ৩১ মে শুভরাত্রিতে চুপচাপ চলে গেলেন...... তিনি এমন একটি অসুস্থতার বিরুদ্ধে দীর্ঘ এবং কঠোর লড়াই করেছিলেন যা তাকে গত কয়েক মাস ধরে দুর্বল করে তুলেছিল। তিনি একজন যুদ্ধবিধ্বস্ত সৈনিকের দৃঢ়তায় বেদনা সহ্য করেছিলেন। প্রতিকূলতাকে পরাস্ত করার সাহস এবং ইচ্ছা ছিল প্রবল। শরীর ভেঙ্গে যাওয়া বা অনিবার্য পরিণতির কথা ভেবে আমি সবসময় ভয় পেতাম। কিন্তু না! তিনি সবকিছু আবার নতুন করে লিখতেন। তিনি অসাধারণ মনের একজন মানুষ ছিলেন।" সন্তানরা বাবা মায়ের সঙ্গে কাটানো মুহূর্ত একেবারেই ভুলতে পারেন না। তিনিও ভোলেননি আর ভুলবেন ও না। সেগুলোকে হৃদয়ে জায়গা দিয়েছেন তিনি। অভিনেত্রী বলছেন...
"বাবার সঙ্গে কাটানো কিছু মুহূর্ত আমার হাড়ে চিরকালের জন্য গেঁথে আছে..... আমার যখন ৩ বছর বয়স, আমাকে তার কাঁধে তুলে রাতের তারার দিকে তাকিয়ে সমস্ত নক্ষত্রপুঞ্জকে ডেকে তুলতেন বাবা...... পাঁচ বছর বয়সে যে পায়ে দাঁড়িয়েছিলাম ওয়াল্টজ শেখার জন্য......সেটাও তিনি শিখিয়েছিলেন। ইউক্যালিপটাস বাগানের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি যে হাতটা ধরে রেখেছিলাম সেই হাতটা আমার বাবার। এবং কার্ল সেগানের অধীনে আমি কীভাবে পড়াশোনা করব তার যখন প্ল্যানিং করছি, আমি যে কোলে বসে ছিলাম সেটি আমার বাবা। যখন আমি তার প্রিয় রিচার্ড ক্লেডারম্যান টেপের শব্দে একটি কাল্পনিক পিয়ানো বাজিয়েছিলাম..... সেই মুহূর্তে বাবা ছিল।" বাবার কাছ থেকে বেশ কিছু বিষয় শিখেছেন তিনি। বাবা তাঁকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলেছেন।
তিনি আরও বলছেন, "আমি আমার বাবার কাছ থেকে বিতর্ক, তর্ক, দরকষাকষি, যুক্তি শিখেছি...... আমি আমার দায়িত্বগুলি আলিঙ্গন করতেও শিখেছি, কখনও কখনও নির্বিকারভাবে, এবং সবচেয়ে চ্যালেঞ্জিং সময়েও মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছি। আমি আলুর চিপসের প্যাকেট এবং একটি টুটি ফ্রুটি আইসক্রিমের মধ্যে আনন্দ খুঁজে পেতে শিখেছি, কারণ আমি জানতাম যে এটি কেবল আমাদের দুজনের মুহূর্ত। আমি সাহসী হতে শিখেছি, আমি নির্ভীক হতে শিখেছি, আমি নিজের জন্য এবং অন্যের জন্য দাঁড়াতে শিখেছি, আমি নিঃস্বার্থ হওয়ার চেষ্টা করতে শিখেছি ... আমি তার কাছ থেকে সব শিখেছি.....আমি এটাও জানি যে এটাই শেষ নয়..... শারীরিকভাবে তিনি এখানে থাকুক বা না থাকুক, কোনও সমতলে, কোনও মাত্রায়, কোনও বিকল্প বাস্তবতায়, একসাথে একটি ওয়াল্টজ নাচ নাচছি, আমার হাত তার হাত ধরে আছে। বাবা, তোমাকে আমি সবসময় হৃদয়ে বহন করব।"