/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/lara-dutta.jpg)
লারা দত্ত
বিজ্ঞাপনের দুনিয়ায় এখন প্রতিযোগিতা বেড়ে গেছে প্রচন্ড মাত্রায়। দর্শকদের চেনা মুখ থেকে নামজাদা ব্র্যান্ডে তারকা সমাবেশ - কিন্তু তারপরেও এমন বেশ কিছু অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, যারা নিজেদের উসুল ভুলে যেতে একেবারেই নারাজ। অভিনেত্রী এবং মিস ইউনিভার্স লারা দত্ত ( Lara Dutta ) একেবারেই সেই ধরনের মানুষ। অভিনেত্রী জানান, যে প্রোডাক্ট তিনি নিজে ব্যবহার করবেন না সেটির বিজ্ঞাপন করারও ইচ্ছে নেই তাঁর।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "অ্যালকোহল ব্র্যান্ডের সঙ্গে আমি যুক্ত নয়। এর কারণ একেবারেই এটি নয় যে আমি নিজে মদ্যপান করি না, তবে আসলেই বিষয়বস্তু বেশ গুরুত্বপূর্ণ। অ্যালকোহলের কোনও বিজ্ঞাপন সংস্থা আজ পর্যন্ত বাক্সের বাইরে বেরিয়ে নিজেদের দর্শকদের সামনে তুলে ধরেনি তাই আমিও প্রয়োজন বোধ করিনি। এমনকি সিগারেটের বিজ্ঞাপন আমি করতে চাই না। বেশ কিছুদিন আগে স্যানিটারি ন্যাপকিন এর একটি সংস্থা আমার কাছে এসেছিল আমি সেটিও প্রত্যাখ্যান করি।"
কিন্তু তার এই সিদ্ধান্তের কারণ কী? লারা জানান, এইসব বিজ্ঞাপন কিংবা দ্রব্য সামগ্রী যেভাবে পরিবেশের ওপর প্রভাব বিস্তার করে সেটিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করার, মোকাবিলা করার সময় এখনই। বর্তমানে মেনস্ট্রুয়াল কাপের মত বিকল্প রয়েছে - এগুলি বেশ ভাল। ভবিষ্যতে এই ধরনের কোনও পণ্যের বিজ্ঞাপন সত্যিই করতে চান, ভাল জিনিসের প্রচার করা খুব দরকার। প্রসঙ্গেই বলে ন, তিনি নিজে যদি সেই পণ্য ব্যবহার না করতে চান, তবে লোকজনের উদ্দেশ্যেও বার্তা পৌঁছাবেন না।
বরাবরই নিজের সিদ্ধান্তে এবং মানসিকতায় একধাপ এগিয়ে থাকেন লারা। এর আগেও মিস ইউনিভার্সের স্টেজে বলেছিলেন লোকজন সবকিছু ভুলে যাবেন, শুধু মনে রাখবেন তার ব্যবহার, তাই নিজের আচরণ এবং মনকে সুন্দর রাখতে শিখতে হবে.... শেষ বার তাকে দেখা যায় বেলবটম ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে, মেকআপ এবং অভিনয়ের দক্ষতায় আসলেই তাকে চেনা দায় হয়ে পড়েছিল। এর আগেও হাউসফুল, নো এন্ট্রি, ঝুম বরাবর ঝুম আরও অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি।