এখনও ICU-তে করোনায় আক্রান্ত লতা, সুরসম্রাজ্ঞীর সুস্থতার জন্য প্রার্থনার আর্জি ডাক্তারের

বর্ষীয়াণ শিল্পীর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ!

বর্ষীয়াণ শিল্পীর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Lata Mangeshkar, Lata Mangeshkar health update, Lata Mangeshkar hospitalized, লতা মঙ্গেশকর, করোনায় আক্রান্ত লতা মঙ্গেশকর, লতার শারীরিক পরিস্থিতি, bengali news today

লতা মঙ্গেশকর। ফাইল ছবি

গত মঙ্গলবারই লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) কোভিড রিপোর্ট পজিটিভ হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি সুরসম্রাজ্ঞী। শনিবার ৪ দিনের মাথাতেও ICU ওয়ার্ডেই রয়েছেন তিনি। বর্ষীয়াণ শিল্পীর শারীরিক পরিস্থিতি নিয়ে কী বলছেন চিকিৎসক?

Advertisment

দক্ষিণ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক ডা. প্রতীত সামদানি জানিয়েছেন, লতা মঙ্গেশকরকে আপাতত আইসিইউ পবর্যবেক্ষণেই রাখা হবে। তাঁর কথায়, "আমাদের এখন শুধু অপেক্ষা করে দেখে যেতে হবে। ওঁর আরোগ্যকামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা কপুন। এখন আপাতত লতা মঙ্গেশকরকে হাসপাতালেই রাখা হবে।" এদিন সংবাদসংস্থা পিটিআই কে এমনটাই জানিয়েছেন ডাক্তার। তাহলে নবতিপর শিল্পীর শারীরিক পরিস্থিতি কি উদ্বেগজনক? এমনটাই প্রশ্ন অনুরাগীদের।

<আরও পড়ুন: নিজের বায়োপিকে নিজেই অভিনয় করবেন কপিল শর্মা! পরিচালনায় কে?>

Advertisment

তবে প্রার্থনা আর অপেক্ষাই বোধহয় এখন একমাত্র উপায় গায়িকাকে বাড়ি ফেরানোর জন্য। প্রসঙ্গত, বৃহস্পতিবারই লতার ভাইঝি রচনা শাহ জানিয়েছেন, "উনি এখন সুস্থ রয়েছেন এবং আমরা এতে খুশি। সবার প্রার্থনা কাজে লেগেছে। দয়া করে আমাদের গোপনীয়তাকে সম্মান করুন।"

উল্লেখ্য, করোনার তৃতীয় ঢেউয়ে বলিউডে একের পর প্রবীণ-নবীন শিল্পী আক্রান্ত। বর্ষীয়ান গায়িকার শারীরিক অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন গোটা দেশ। তাঁর আরোগ্য কামনায় রত হয়েছেন রাজনৈতিক নেতা-ব্যক্তিত্ব, বিনোদুনিয়া থেকে অনুরাগীরা। কেমন আছেন লতা মঙ্গেশকর এখন? গায়িকার শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন চিকিৎসক।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Lata Mangeshkar COVID-19 Entertainment News