Advertisment

ICU পর্যবেক্ষণেই রাখা হবে লতা মঙ্গেশকরকে, 'সুরসম্রাজ্ঞী'র আরোগ্য কামনায় মমতা

কেমন আছেন কোভিডে আক্রান্ত লতা মঙ্গেশকর এখন? জানালেন চিকিৎসক।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Lata Mangeshkar, Lata Mangeshkar tested covid positive, Mamata Banerjee, লতা মঙ্গেশকর, মমতা বন্দ্যোপাধ্যায়, Lata Mangeshkar health update, হাসপাতালে করোনায় আক্রান্ত লতা, bengali news today

লতা মঙ্গেশকর, মমতা বন্দ্যোপাধ্যায়

করোনার তৃতীয় ঢেউয়ে বলিউডে একের পর প্রবীণ-নবীন শিল্পী আক্রান্ত। মঙ্গলবারই লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) কোভিড রিপোর্ট পজিটিভ হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি সুরসম্রাজ্ঞী। বর্ষীয়ান গায়িকার শারীরিক অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন গোটা দেশ। তাঁর আরোগ্য কামনায় রত হয়েছেন রাজনৈতিক নেতা-ব্যক্তিত্ব, বিনোদুনিয়া থেকে অনুরাগীরা। কেমন আছেন লতা মঙ্গেশকর এখন? গায়িকার শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন চিকিৎসক।

Advertisment

দক্ষিণ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক ডা. প্রতীত সামদানি জানিয়েছেন, "লতাজিকে এখন আপাতত ১০-১২ দিন আইসিইউ পর্যবেক্ষণেই রাখা হবে।" হাসপাতাল সূত্রে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে, বর্ষীয়ান শিল্পীর শরীর আপাতত ঠিক আছে। কিন্তু তাঁর বয়সের কথা মাথায় রেখে তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। এদিকে সুরসম্রাজ্ঞীর আরোগ্য কামনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) টুইটে লিখেছেন, "দ্রুত সুস্থ হয়ে উঠুন লতা মঙ্গেশকরজি।"

<আরও পড়ুন: অশালীন টুইট বিতর্কে ক্ষমা চাইলেন সিদ্ধার্থ, ‘মহিলাকে নিশানা করা উচিত হয়নি’, পাল্টা সাইনার>

প্রসঙ্গত, মঙ্গলবার লতার ভাইঝি রচনা শাহ সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, লতা মঙ্গেশকরের শরীরে মৃদু উপসর্গ রয়েছে। তিনি বলেছেন, লতাজি সুস্থ আছে। কিন্তু বয়সের কথা মাথায় রেখে তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। আমাদের দুঃসময়ে গোপনীয়তা রক্ষা করুন এবং দিদির জন্য প্রার্থনা করুন। পাশাপাশি তাঁর বয়সের কথা মাথায় রেখে তিনি এও জানান যে, পুরোপুরি সেরে উঠতে লতাজির একটু সময়ের প্রয়োজন।

উল্লেখ্য, ২০১৯ সালে এই একই হাসপাতালে লতাকে ভর্তি হয়েছিল তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে। সেই সময়েও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন কিংবদন্তী শিল্পী। তবে ২৮ দিনের মাথায় সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি। এবারও সেই প্রতীক্ষায় রয়েছেন লতা মঙ্গেশকরের অনুরাগীরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee Lata Mangeshkar Entertainment News
Advertisment