Advertisment
Presenting Partner
Desktop GIF

Lata Mangeshkar Last Rites Highlights: 'চলে যেতে যেতে...', পঞ্চভূতে বিলীন লতা মঙ্গেশকর

চিরঘুমে সুরের সম্রাজ্ঞী। ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণে গোটা দেশে শোকের ছায়া।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Lata Mangeshkar Last Rites Live Updates: সন্ধেয় শেষকৃত্য সুরসম্রাজ্ঞীর, থাকবেন প্রধানমন্ত্রী

প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।

প্রয়াত লতা মঙ্গেশকর। একটানা বেশ কিছুদিন মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রবিবার সকালেই তাঁর মৃত্যু সংবাদে গোটা দেশে শোকের ছায়া। সুরের সম্রাজ্ঞীর প্রয়াণে দু'দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার। কোটি কোটি গুণমুগ্ধের পাশাপাশি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ একের পর এক শীর্ষ ব্যক্তিত্ব লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। শিবাজি পার্কে গিয়ে প্রয়াত শিল্পীরে অন্তিম শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় মর্যাদায় শিল্পীকে চিরবিদায় জানানো হয়।

Advertisment

''ভারতরত্ন লতাজির কৃতিত্ব অতুলনীয় থাকবে।'' টুইট রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর শোকবার্তায় লিখেছেন, ''লতা দিদির কাছ থেকে সবসময় অগাধ স্নেহ পেয়েছি। এটাকে আমি আমার সম্মান বলে মনে করি। তাঁর সঙ্গে আমার সব স্মৃতি অবিস্মরণীয় থাকবে। লতা দিদির প্রয়াণে গোটা ভারতবাসীর পাশাপাশি আমিও শোকাহত। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। সমবেদনা জানিয়েছি। ওম শান্তি।''

৯২ বছর বয়সে চিরঘুমে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। দীর্ঘ সাত দশকের সঙ্গীত জীবনে গেয়েছেন ৩০ হাজারেরও বেশি গান। অতুলনীয় এই কৃতিত্ব স্বরূপ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন তিনি। ৩৫টিরও বেশি ভাষায় গান গেয়েছেন লতা মঙ্গেশকর। বাংলাতেও দুশোর বেশি গান গেয়েছেন তিনি।

Read in English

  • Feb 06, 2022 20:46 IST
    সুরসম্রাজ্ঞীর শেষকৃত্যে বিনোদুনিয়া থেকে রাজনৈতিক ময়দানের ব্যক্তিত্বরা মিলেমিশে একাকার

    শাহরুখ, আমির, রণবীর… বলিউডের যে তারকারা লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানালেন, দেখুন ফটো অ্যালবাম



  • Feb 06, 2022 19:40 IST
    গান স্যালুটে চিরবিদায় সুরসম্রাজ্ঞীকে

    গান স্যালুটে চিরবিদায় সুরসম্রাজ্ঞীকে। পঞ্চভূতে বিলীন হলেন লতা মঙ্গেশকর। আগামিকাল মহারাষ্ট্রের রাজ্য সরকার পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছে।



  • Feb 06, 2022 18:54 IST
    জব তক সূরয চাঁদ রহেগা, লতা তেরা নাম রহেগা..'

    'জব তক সূরয চাঁদ রহেগা, লতা তেরা নাম রহেগা..' লতা মঙ্গেশকরের শেষকৃত্যে উঠল এই ধ্বনি।



  • Feb 06, 2022 18:41 IST
    লতাকে শেষ শ্রদ্ধা মোদীর

    লতা মঙ্গেশকরের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



  • Feb 06, 2022 18:32 IST
    মোদীর অন্তিম শ্রদ্ধাজ্ঞাপন

    লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



  • Feb 06, 2022 18:30 IST
    শিবাজি পার্কে বিশিষ্টরা

    লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে শিবাজি পার্কে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এনসিপি নেতা শরদ পাওয়ার, আশা ভোঁসলে, শাহরুখ খান।



  • Feb 06, 2022 18:20 IST
    শিবাজি পার্কে শচীন, শাহরুখ

    লতাকে শেষ শ্রদ্ধা জানাতে শিবাজি পার্কে শাহরুখ খান, সস্ত্রীক শচীন টেন্ডুলকর।



  • Feb 06, 2022 18:19 IST
    শিবাজি পার্কে আশা ভোঁসলে

    একটু পরেই শুরু হবে দিদি লতা মঙ্গেশকরের শেষকৃত্য। তার আগে শিবাজি এসে পৌঁছালেন বোন আশা ভোঁসলে।



  • Feb 06, 2022 18:16 IST
    শিবাজি পার্কে আশা ভোঁসলে

    একটু পরেই শুরু হবে দিদি লতা মঙ্গেশকরের শেষকৃত্য। তার আগে শিবাজি এসে পৌঁছালেন বোন আশা ভোঁসলে।



  • Feb 06, 2022 18:13 IST
    অন্তিম শ্রদ্ধা

    লতার অন্তিমযাত্রায় শেষ শ্রদ্ধা শাহরুখ খানের।



  • Feb 06, 2022 18:06 IST
    শিবাজি পার্কে শচীন, শাহরুখ

    লতাকে শেষ শ্রদ্ধা জানাতে শিবাজি পার্কে শাহরুখ খান, সস্ত্রীক শচীন টেন্ডুলকর।



  • Feb 06, 2022 17:54 IST
    শিবাজি পার্কে পৌঁছাল শিল্পীর নশ্বর দেহ

    লতা মঙ্গেশকরের মরদেহ শিবাজি পার্কে পৌঁছাল। একটু পরে শুরু শেষকৃত্যের কাজ।



  • Feb 06, 2022 17:47 IST
    মম্বইতে পৌঁছালেন নমো

    মুম্বইয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাবে শিবাজি পার্কে প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে।



  • Feb 06, 2022 17:43 IST
    মম্বইতে পৌঁছালেন নমো

    মুম্বইয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাবে শিবাজি পার্কে প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে।



  • Feb 06, 2022 17:29 IST
    বাংলা শিখতে শিক্ষক রেখেছিলেন লতা, জানানে কে সে?

    বাংলা ভাষা শিখতে কিংবদন্তী রীতিমতো বাড়িতে শিক্ষক রেখেছিলেন। তাও আবার কার তত্ত্বাবধানে বাংলা শিখেছিলেন জানেন? তিনি বাসু ভট্টাচার্য। তৎকালীন মুম্বইয়ের খ্যাতনামা বাঙালি পরিচালক। তিনিই ছিলেন লতার বাংলার গৃহশিক্ষক। পড়ুন বিস্তারিত



  • Feb 06, 2022 17:01 IST
    জানুন, লতা সমন্ধে অজানা কথা

    রেকর্ডিংয়ের সময় একবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন লতা মঙ্গেশকর। জানুন, এমনই কিছু অজানা তথ্য। পড়ুন বিস্তারিত



  • Feb 06, 2022 16:21 IST
    কিংবদন্তি আর নেই', টুইটে শোকজ্ঞাপন পাকিস্তানের মন্ত্রীর

    "একজন কিংবদন্তি আর নেই। লতা মঙ্গেশকর ছিলেন একজন সুরেলা রানী, যিনি কয়েক দশক ধরে সঙ্গীতের জগতে রাজত্ব করেছিলেন। তিনি ছিলেন সঙ্গীতের অবিকৃত রানী এবং তাঁর কণ্ঠ আগামী সব সময়ের জন্য মানুষের হৃদয়ে রাজত্ব করবে।" টুইট পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ হোসেনের।



  • Feb 06, 2022 16:11 IST
    মুম্বইয়ের বাসভবনে প্রয়াত শিল্পীকে গান স্যালুট

    মুম্বইয়ের বাসভবনে প্রয়াত শিল্পীকে গান স্যালুট। সেনার শববাহী সকেট তোলা হয়েছে মরদেহ। শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেষকৃত্য।



  • Feb 06, 2022 16:10 IST
    পুলিশ এবং নৌসেনার উদ্যোগে প্রয়াত লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা

    পুলিশ এবং নৌসেনার উদ্যোগে প্রয়াত লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা নিবেদন।



  • Feb 06, 2022 16:08 IST
    শববাহী সকটে তোলা হল লতার মরদেহ

    লতা মঙ্গেশকরের মরদেহ তোলা হল শববাহী সকটে। বাড়ি থেকে মরদেহ নিয়ে রওনা দিচ্ছে সেনাবাহিনী। জাতীয় পতাকায় মুড়ে ফেলা হয়েছে লতা মঙ্গেশকরের মরদেহ।



  • Feb 06, 2022 16:06 IST
    বাড়ি থেকে লতা মঙ্গেশকরের মরদেহ নিয়ে বেরোলেন সেনাবাহিনীর জওয়ানরা

    জাতীয় পতাকায় মুড়ে প্রয়াত সুরসম্রাজ্ঞীর মরদেহ তাঁর বাড়ি থেকে বের করলেন সেনাবাহিনীর জওয়ানরা। বাড়ি থেকে শিবাজি পার্কে নিয়ে যাওয়া হবে মরদেহ। সেখানেই হবে শেষকৃ্ত্য।



  • Feb 06, 2022 16:05 IST
    বাড়ি থেকে লতা মঙ্গেশকরের মরদেহ নিয়ে বেরোলেন সেনাবাহিনীর জওয়ানরা

    জাতীয় পতাকায় মুড়ে প্রয়াত সুরসম্রাজ্ঞীর মরদেহ তাঁর বাড়ি থেকে বের করলেন সেনাবাহিনীর জওয়ানরা। বাড়ি থেকে শিবাজি পার্কে নিয়ে যাওয়া হবে মরদেহ। সেখানেই হবে শেষকৃ্ত্য।



  • Feb 06, 2022 15:52 IST
    মহারাষ্ট্রে কাল সরকারি ছুটি ঘোষণা

    লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার মহারাষ্ট্রে সরকারি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।



  • Feb 06, 2022 15:41 IST
    বিপুল ভিড়ের আশঙ্কা করেই শিবাজি পার্কে অস্থায়ী শ্মশানের ব্যবস্থা

    ভারতরত্ন লতা মঙ্গেশকরের শেষকৃত্যে বিপুল জনসমাগমের সম্ভাবনা রয়েছে। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল​কর্পোরেশন শিবাজি পার্কেই তাই অস্থায়ীভাবে শ্মশানের মর্যাদা দিয়েছে। অতিরিক্ত পৌর কমিশনার সুরেশ কাকানি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, "আমরা নিরাপত্তার কারণে শিবাজি পার্ককে শ্মশানের অস্থায়ী মর্যাদা দিয়েছি।"



  • Feb 06, 2022 15:38 IST
    সেনাবাহিনীর সুসজ্জিত গাড়িতে নিয়ে যাওয়া হবে সুরসম্রাজ্ঞীর মরদেহ

    সন্ধেয় মুম্বইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হবে। লতা মঙ্গেশকরের মরদেহ তাঁর বাসভবন 'প্রভু কুঞ্জ'-এ শায়িত রয়েছে। 'প্রভু কুঞ্জ' থেকে সেনাবাহিনীর গাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হবে শিবাজি পার্কে।



  • Feb 06, 2022 15:34 IST
    গান রেকর্ডিংয়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন লতা মঙ্গেশকর

    সুরকার নওশাদের সঙ্গে একটি গান রেকর্ড করার সময় লতা মঙ্গেশকর একবার অজ্ঞান হয়ে যান। তিনি ফার্স্টপোস্টকে একটি সাক্ষাত্কারে এমনই বলেছিলেন। তিনি বলেছিলেন, ''আমরা একটি গরমের বিকেলে একটি গান রেকর্ড করছিলাম। গ্রীষ্মে মুম্বই কেমন হয় জানেন। সেই দিনগুলিতে, রেকর্ডিং স্টুডিওগুলিতে কোনও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল না। এমনকী ফাইনাল রেকর্ডিংয়ের সময় সিলিং ফ্যানটিও বন্ধ করা হয়েছিল। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম।''



  • Feb 06, 2022 15:30 IST
    ভারত তাঁর মহান কন্যাকে হারাল: মনমোহন সিং

    "গভীর দুঃখের সঙ্গে লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর জানতে পেরেছি। ভারত একজন মহান কন্যাকে হারিয়েছে। তিনি ছিলেন ভারতের নাইটিঙ্গেল এবং তাঁর গানের মাধ্যমে দেশের সাংস্কৃতিক সংহতিতে একটি বিশাল অবদান রেখেছিলেন। তাঁর মৃত্যু জাতির ক্ষতি এবং এই শূন্যতা পূরণ করা অসম্ভব। আমার স্ত্রী এবং আমি লতাজির পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। ওঁর আত্মার শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।'' সুরসম্রাজ্ঞীর প্রয়াণে প্রতিক্রিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের।



  • Feb 06, 2022 15:24 IST
    রত্নহারা ভারত, স্মৃতিচারণায় এ আর রহমান

    লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকাহত অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। তিনি বলেন, ''আজ বড় কঠিন একটা দিন। লতাজি শুধুমাত্র আইকন নন, ভারতীয় সংগীত, সাহিত্য-কবিতার একটা অংশ। এই শূন্যতা চিরকালের জন্য রয়ে যাবে আমাদের মধ্যে। একটা সময় ছিল, ঘুম থেকে উঠে রোজ সকালে লতাদিদির ছবি দেখতাম আমি। আর নিজেকে অনুপ্রেরণা জোগাতাম। আমি ভাগ্যবান যে, ওঁর সঙ্গে বেশ কয়েকটা গান রেকর্ড করার সৌভাগ্য হয়েছে আমার…”। পড়ুন বিস্তারিত



  • Feb 06, 2022 15:06 IST
    বাইশ গজে শেষ শ্রদ্ধা সুর সম্রাজ্ঞীকে

    ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধাজ্ঞাপন। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে খেলোয়াড়রা কালো ব্যান্ড পরে খেলছেন। ভারতরত্ন লতা মঙ্গেশকরের স্মৃতিতে নীরবতা পালন ক্রিকেটারদের।



  • Feb 06, 2022 14:55 IST
    সাংসদ হয়েও ভাতা নেননি লতা মঙ্গেশকর

    বছর ছ'য়েক রাজনীতির অলিন্দেও দেখা গিয়েছিল লতা মঙ্গেশকরকে। তিনি ছিলেন রাজ্যসভার সাংসদ। বিজেপির সমর্থনে ১৯৯৯ সালের ২২ নভেম্বর থেকে ২০১৫ সালের ২১ নভেম্বর পর্যন্ত সংসদের উচ্চকক্ষের সদস্য ছিলেন সুরসম্রাজ্ঞী। তবে সাংসদ হিসাবে কোনও ভাতা গ্রহণ করেননি তিনি। একটি আরটিআই-য়ের ভিত্তিতে এই তথ্য জানাজানি হয়। সাংসদ থাকাকালীন অ্যাকাউন্টস অফিস থেকে যে পরিমাণ অর্থ লতা মঙ্গেশকরের জন্য বরাদ্দ হয়েছিল তা সবই ফেরত দিয়ে দিয়েছেন শিল্পী।



  • Feb 06, 2022 14:49 IST
    লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানালেন অমিতাভ বচ্চন

    প্রয়াত লতা মঙ্গেশকর। মুম্বইয়ের বাসভবনে শায়িত মরদেহ। ভারতরত্ন লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে ঢল বলিউডের তাবড় ব্যক্তিত্বের। সুরসম্রাজ্ঞীকে শেষ শ্রদ্ধা জানিয়ে গেলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন।



  • Feb 06, 2022 14:41 IST
    প্রয়াত লতা মঙ্গেশকর, উঃপ্রদেশে ইস্তেহার প্রকাশ স্থগিত রাখল বিজেপি

    আজ উত্তরপ্রদেশে ইস্তেহার প্রকাশ কর্মসূচি ছিল বিজেপির। তবে সুরসম্রাজ্ঞীর প্রয়াণে সেই কর্মসূচি স্থগিত রাখল বিজেপি।



  • Feb 06, 2022 14:02 IST
    সুরসম্রাজ্ঞীর প্রয়াণে শোকবার্তা অভিষেকের

    ''তাঁর কিংবদন্তী কণ্ঠ হৃদয়ে বেঁচে থাকবে। তাঁর আত্মার শান্তি কামনা করি।'' শোকবার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।



  • Feb 06, 2022 13:59 IST
    লতার গান শুনে নাকি ফেলেছিলেন নেহরু

    ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসে হোক কিংবা ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস। আজও দেশব্যাপী পাড়া, ক্লাবঘরে একটাই গান তালিকার শীর্ষে থাকে- ‘অ্যায় মেরে ওয়াতন কে লোগোঁ..’ (Ae Mere Watan ke Logon)। যে গানে কণ্ঠ দিয়েছেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। দেশাত্মবোধক ওই গান শুনলে আজও গায়ে কাঁটা দেয় না, এমন মানুষ বোধহয় খুব কমই রয়েছেন! লতার কণ্ঠে সেই গান শুনে একবার ভরা সমাবেশেই কেঁদে ফেলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। পড়ুন বিস্তারিত



  • Feb 06, 2022 13:56 IST
    প্রয়াত সুরসম্রাজ্ঞী, আজ সন্ধে সাড়ে ৬টায় শেষকৃত্য

    মুম্বইয়ে নিজের বাসভবনে শায়িত লতা মঙ্গেশকরের মরদেহ। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজই মুম্বইয়ের শিবাজি পার্কে হবে শেষকৃত্য। সন্ধে সাড়ে ৬টায় ভারতরত্ন লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হবে।



  • Feb 06, 2022 13:54 IST
    তাঁর শূন্যস্থান পূরণ করা কঠিন: রাজ্যপাল

    লতা মঙ্গেশকরের প্রয়ামে শোকাহত রাজ্যপাল জগীদপ ধনকড়। ''তাঁর শূন্যস্থান পূরণ করা কঠিন। তাঁর সুরেলা কণ্ঠ প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে।'' শোকবার্তায় লিখলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।



  • Feb 06, 2022 13:47 IST
    ভারতীয় সংগীতের বাগান একটু একটু করে সাজিয়েছিলেন লতা মঙ্গেশকর: প্রিয়াঙ্কা গান্ধী

    ''ভারতীয় সংগীতের বাগানকে যিনি একটু একটু করে সাজিয়েছিলেন সেই লতা মঙ্গেশকরের প্রয়াণে আমি শোকস্তব্ধ''। টুইট কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরার।



  • Feb 06, 2022 13:44 IST
    লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকজ্ঞাপন বিরাট কোহলির

    ''লতা মঙ্গেশকরের সুরেলা কণ্ঠ গোটা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের হৃদয় স্পর্শ করেছিল।'' টুইটে শোকজ্ঞাপন বিরাট কোহলির।



  • Feb 06, 2022 13:41 IST
    ভারতরত্ন' লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকাহত রাজনাথ সিং

    প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাঁর টুইট বার্তায় লিখেছেন, ‘স্বর কোকিলা’ লতা মঙ্গেশকরজির প্রয়াণে ভারতের কণ্ঠস্বর হারিয়ে গেছে। লতাজি সারাজীবন ব্রত ও সুরের চর্চা করেছেন। তাঁর গাওয়া গানগুলি ভারতের বহু প্রজন্ম শুনেছে এবং গেয়েছে। তাঁর মৃত্যু দেশের শিল্প-সংস্কৃতি জগতের জন্য এক বিরাট ক্ষতি। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা।”



  • Feb 06, 2022 13:40 IST
    সুরসম্রাজ্ঞীর প্রয়াণে শোকবার্তা প্রধানমন্ত্রীর

    রত্ন হারা ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর শোকবার্তায় লিখেছেন, ''লতা দিদির কাছ থেকে সবসময় অগাধ স্নেহ পেয়েছি। এটাকে আমি আমার সম্মান বলে মনে করি। তাঁর সঙ্গে আমার সব স্মৃতি অবিস্মরণীয় থাকবে। লতা দিদির প্রয়াণে গোটা ভারতবাসীর পাশাপাশি আমিও শোকাহত। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। সমবেদনা জানিয়েছি। ওম শান্তি।”



  • Feb 06, 2022 13:39 IST
    লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকাহত রাষ্ট্রপতি

    ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকাহত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। লতাজি’র কৃতিত্ব অতুলনীয় থাকবে”, টুইটে শোকজ্ঞাপন রাষ্ট্রপতির।



  • Feb 06, 2022 13:21 IST
    মুম্বইয়ের বাসভবনে শায়িত লতা মঙ্গেশকরের মরদেহ

    মুম্বইয়ের বাসভবনে শায়িত ভারতরত্ন লতা মঙ্গেশকরের মরদেহ। সুরসম্রাজ্ঞীর 'প্রভুকুঞ্জ' বাসভবনে শায়িত তাঁর দেহ। শেষ শ্রদ্ধা জানাতে লতা মঙ্গেশকরের বাসভবনে ভিড় অনুরাগীদের। শেষ শ্রদ্ধা জানাতে বলিউডের তাবড় ব্যক্তিত্ত্ব হাজির তাঁর বাসভবনে।



  • Feb 06, 2022 13:13 IST
    লতা মঙ্গেশকরের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে তাঁর বাড়িতে

    মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতাল থেক লতা মঙ্গেশকরের মরদেহ নিয়ে রওনা দিলেন তাঁর আত্মীয়রা। তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে মরদেহ।



  • Feb 06, 2022 13:08 IST
    রবীন্দ্র সদনে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানানো ব্যবস্থা রাজ্যের

    রবীন্দ্র সদনে প্রয়াত লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানোর ব্যবস্থা রাজ্য সরকারের। আগামিকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শ্রদ্ধা জানানো যাবে।



  • Feb 06, 2022 13:00 IST
    গানের ‘রিমিক্স’ একেবারেই অপছন্দ ছিল লতাজি’র

    লতাজি রেকর্ডিং সংস্থাগুলির কাছে অনুরোধ করেন, ‘গানের শুদ্ধতা বজার রাখার’। তিনি বলেন ‘প্রতিটি গান খুব ভালবাসা ও নিষ্ঠার সঙ্গে তৈরি করা হয়… একটি গানকে সুন্দর এবং অর্থবহ করার জন্য সকলেই আন্তরিক প্রচেষ্ঠা করেন… আমাদের সংগীতের মুল সুর এবং কথাকে পরিবর্তিত করে রিমিক্স করা উচিত নয় এবং সঙ্গীতকে আমাদের সমাজ ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসাবে সম্মান করা উচিত।” রিমিক্সের আগে অবশ্যই গানের মুল সুর এবং কথা এক রাখারও আবেদন জানিয়েছিলেন তিনি।  পড়ুন বিস্তারিত



  • Feb 06, 2022 12:57 IST
    লতা মঙ্গেশকরকে শ্রদ্ধার্ঘ্য বিসিসিআই-এর

    লতা মঙ্গেশকরকে শ্রদ্ধার্ঘ্য বিসিসিআইয়ের। আজ আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ম্যাচে খেলোয়াড়রা কালো ব্যান্ড পরবেন। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এমনই জানিয়েছেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা।



  • Feb 06, 2022 12:43 IST
    শেষ শ্রদ্ধা শিবাজি পার্কে

    লতা মঙ্গেশকরের পার্থিব দেহ শিবাজি পার্কে নিয়ে যাওয়ার আয়োজনে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানেই শেষশ্রদ্ধা জানানো হবে সুর-সম্রাজ্ঞীকে।



  • Feb 06, 2022 12:42 IST
    বিকেলেই মুম্বই যাচ্ছেন প্রধানমন্ত্রী

    আজ সন্ধেয় মুম্বইয়ের শিবাজি পার্কে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হবে। সুরসম্রাজ্ঞীর শেষকৃত্যে থাকতে পারেন প্রধানমন্ত্রী।



  • Feb 06, 2022 12:37 IST
    পদে পদে চ্যালেঞ্জ, শেষ পর্যন্ত তিনিই কালজয়ী

    মুম্বইয়ে এসে ওস্তাদ আমান আলি খানের কাছে ধ্রুপদী গানের তালিম পর্ব শুরু। এরপর ধীরে ধীরে বলিউডে পায়ের নীচের মাটি শক্ত করতে শুরু করেন লতা মঙ্গেশকর। যদিও চ্যালেঞ্জের মুখে পদে পদে পড়েছিলেন লতা। প্রযোজক শশধর মুখোপাধ্যায় ‘শহীদ’ ছবিতে লতাকে দিয়ে গান গাওয়াতে রাজি হননি। পড়ুন বিস্তারিত



  • Feb 06, 2022 12:34 IST
    শ্রদ্ধাজ্ঞাপন বলিউডের

    দেশের সঙ্গীতদুনিয়ার কাছে পূজিতা হয়ে এসেছেন মানব-সরস্বতী-রূপে। রবিবার সকালে যখন লতা মঙ্গেশকরের প্রয়াণের খবর প্রকাশ্যে এল, আলসে ছুটির সকালেও চুপ থাকতে পারলেন না তারকারা। একের পর এক টুইট করে শ্রদ্ধাজ্ঞাপন করে চলেছেন তাঁরা। পড়ুন বিস্তারিত



Lata Mangeshkar Lata Mangeshkar death
Advertisment