Premium: প্রথম আলাপেই লতাজি পায়ের কাছে বসে পড়েছিলেন, মৌসুমীকে দিয়েছিলেন বহুমূল্য উপহার

Lata Mangeshkar: প্রিয় হেমন্ত দার ছেলের বউকে কী দিয়েছিলেন তিনি? মৌসুমী বললেন...

Lata Mangeshkar: প্রিয় হেমন্ত দার ছেলের বউকে কী দিয়েছিলেন তিনি? মৌসুমী বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
lata mangeshkar, hemant kumar, moushumi chatterjee, bollywood

Lataji-Moushumi: কী ঘটেছিল সেদিন?

Mousumi Chatterjee-Lata Mangeshkar: মৌসুমী চট্টোপাধ্যায়, যেমন একজন তাবড় অভিনেত্রী। তেমনই তিনি তাঁর শ্বশুরবাড়ির কারণেও সমান জনপ্রিয়। শশুর হেমন্ত মুখোপাধ্যায় যখন, তখন ইন্ডাস্ট্রিতে নানা ঘটনার সাক্ষী থেকেছেন মৌসুমী। আর একবার তো ...

Advertisment

লতা মঙ্গেশকর ( Lata Mangeshkar ) প্রচুর গান গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের ( Hamant Kumar Mukherjee ) সুরে এবং কথায়। সেই সূত্রেই মৌসুমীর ( Mousumi Chatterjee ) সঙ্গেও তাঁর পরিচয় হয়েছিল। বিয়ের কিছুদিন আগেই লতাজ্বীর সান্নিধ্যে এসেছিলেন তিনি। আর তারপর যা হয়েছিল, সেটা আজও ভোলেননি মৌসুমী। তিনি লতাজ্বির কাছ থেকে যে উপহার পেয়েছিলেন সেটি আজও মাথায় করে রেখেছেন তিনি। অভিনেত্রী বলেন..

লতাজ্বি তখন প্রথমবার কলকাতা গিয়েছেন। আর উনি আমার শ্বশুর হেমন্ত কুমারের বাড়িতে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন। সেখানে একটি রেকর্ডিং ছিল। আমায় আমার শ্বশুর সেখানে নিয়ে গিয়েছিলেন। একটা তেওদার নামের রেকর্ডিং স্টুডিওতে গিয়েছিলাম। সেখানে, উনি লতাজ্বির সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। তারপর যা হল...

Advertisment

আরও পড়ুন - Sayantika Banerjee: কারওর প্রেম সহ্য হচ্ছে না? জুতো হাতে তৈরি সায়ন্তিকা বন্দোপাধ্যায়!

কথা বলতে বলতে আজও যেন তাঁর গায়ে কাঁটা দিয়ে উঠছিল। বর্ষীয়ান অভিনেত্রী বলেন, "উনি যেই পরিচয় করিয়ে দিলেন লতাজ্বি সেই মুহূর্তে আমার পায়ের কাছে বসে পড়লেন। উনার পা থেকে সোনার পায়েল খুলে আমার পায়ে পরিয়ে দিলেন। আমি তো অবাক! তবে, এটুকু বলতেই হয়, এগুলোই আমার পুরস্কার। আমি কোনোদিন পুরস্কার টাকা দিয়ে কিনি নি।"

অভিনেত্রী এমনিও মজা করতে বেজায় ভালবাসেন। তাই তো, প্রতিটা কথার শেষে একটা করে টুইস্ট দিতেই ভালবাসেন। আর তাঁর এই কথায় হেসে উঠলেন সকলে। শ্রেয়া ঘোষাল বলে বসলেন, "এই সব তো নিদারুণ ছবি।"

bollywood tollywood Lata Mangeshkar Hemanta Mukhopadhyay Entertainment News