না ফেরার দেশে সুরসম্রাজ্ঞী.... সকাল থেকেই দেশ জুড়ে শোকের ছায়া। শহরের রাজপথ থেকে শহরতলীর অলিগলি আজ সকলের প্রিয় লতাদিদির ( Lata Mangeshkar ) কণ্ঠ যেন বারবার ভেসে আসছে। সর্বদা যেন একটাই কথা বলছে, 'মেরি আওয়াজ হি পহেচান হ্যায়'। রেকর্ডিং ছেড়েছিলেন বহুদিন। তবে বছর তিনেক আগে, শিল্পপতি মুকেশ আম্বানি ও নিতা আম্বানির কন্যা ইশার বিয়ে উপলক্ষে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে শোনা যায় কিংবদন্তিকে।
Advertisment
সেদিন, ইশা আম্বানি এবং আনন্দ পিরামলের বিয়ে উপলক্ষে গায়ত্রী মন্ত্র রেকর্ড করেই উপহার দেন লতাজী। বিবাহ অনুষ্ঠান চলাকালীন সেই মন্ত্রচ্চারণে গমগম করছিল গোটা আসর। সঙ্গেই নবদম্পতি এবং পরিবারের উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তাও দেন।
বলেন, "ইশা এবং আনন্দ আমি খুব খুশি যে তোমরা দুজন নতুন জীবন শুরু করতে চলেছ। ভগবান তোমাদের মঙ্গল করুন। আমার আশির্বাদ এবং ভালবাসা তোমাদের সঙ্গে রয়েছে।" সঙ্গেই মুকেশ আম্বানি ও নিতা আম্ববানির জন্যও এক শুভেচ্ছাবার্তা দেন তিনি। পরিবারের একজন হিসেবেই সবসময় মনে করতেন তাদের। সকলে সুখে থাকুক, সেই কামনাও করেন।
শরীর যথেষ্ট অসুস্থ ছিল, সেদিন উপস্থিত থাকতে পারেননি বিবাহ আসরে- তার জন্য দুঃখপ্রকাশও করেছিলেন তিনি। শেষবারের মত রেকর্ড করেছিলেন ময়ুরেশ পাই এর কম্পোজিশন - ভারতীয় সেনার প্রতি উৎসর্গ করেছিলেন সেই গান, 'সওগন্ধ মুঝে ইস মিটটি কি' - রিলিজ করে ২০১৯ এর মার্চ মাসের ৩০ তারিখ। সম্পূর্ণ অ্যালবাম হিসেবে গান গেয়েছিলেন যশ চোপড়া পরিচালিত 'বীর জারা' ছবিতে।
আজ সকাল ৮ টা বেজে ১২ মিনিটে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। বলিউড থেকে ক্রীড়া জগৎ, তার মৃত্যুতে শোকস্তব্ধ সারা দেশ। দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেই আগামী ১৫ দিনের জন্য বাজবে লতাজীর গান। আগামীকাল অর্ধদিবস সরকারি ছুটি।