Advertisment
Presenting Partner
Desktop GIF

প্রয়াত লতা মঙ্গেশকর, ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, শোকজ্ঞাপন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

৯২ বছর বয়সে মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Lata Mangeshkar passes away, PM Modi,President Kovind pays tribute

প্রয়াত ভারতরত্ন লতা মঙ্গেশকর।

প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। 'ভারতরত্ন' লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকাহত গোটা দেশ। ''লতাজি'র কৃতিত্ব অতুলনীয় থাকবে'', টুইটে শোকজ্ঞাপন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। ''লতাদিদির কাছ থেকে সবসময় অগাধ স্নেহ পেয়েছি। এটাকে আমি আমার সম্মান বলে মনে করি।'' টুইট বার্তায় লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisment

প্রয়াত লতা মঙ্গেশকর। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন 'ভারতরত্ন' লতা মঙ্গেশকর। একটানা বেশ কিছুদিন মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শরীর কখনও একটু ভালো হয়েছে, ফের বিগড়েছে। এভাবেই কেটে গিয়েছে দিনের পর দিন। শেষমেশ রবিবার সকালেই দুঃসংবাদ। সঙ্গীত জগতে নক্ষত্র পতন। প্রয়াত সুরের সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।

লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী থেকে শুরু করে একের পর এক বিশিষ্টজনেরা টুইটে লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন। ''ভারতরত্ন লতাজির কৃতিত্ব অতুলনীয় থাকবে।" টুইট রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর শোকবার্তায় লিখেছেন, ''লতা দিদির কাছ থেকে সবসময় অগাধ স্নেহ পেয়েছি। এটাকে আমি আমার সম্মান বলে মনে করি। তাঁর সঙ্গে আমার সব স্মৃতি অবিস্মরণীয় থাকবে। লতা দিদির প্রয়াণে গোটা ভারতবাসীর পাশাপাশি আমিও শোকাহত। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। সমবেদনা জানিয়েছি। ওম শান্তি।''

আরও পড়ুন- সুরের আকাশে নক্ষত্রপতন, প্রয়াত ‘নাইটিঙ্গেল’ লতা মঙ্গেশকর

টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, ''আমি নিজেকে ভাগ্যবান মনে করি। সময়ে সময়ে লতা দিদির স্নেহ এবং আশীর্বাদ পেয়েছি। তাঁর অতুলনীয় দেশপ্রেম, মিষ্টি বক্তৃতা এবং ভদ্রতার মধ্য দিয়ে তিনি সর্বদা আমাদের মাঝে থাকবেন। আমি তাঁর পরিবার এবং অগণিত ভক্তদের প্রতি সমবেদনা জানাই। শান্তি শান্তি।''

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাঁর টুইট বার্তায় লিখেছেন, 'স্বর কোকিলা' লতা মঙ্গেশকরজির প্রয়াণে ভারতের কণ্ঠস্বর হারিয়ে গেছে। লতাজি সারাজীবন ব্রত ও সুরের চর্চা করেছেন। তাঁর গাওয়া গানগুলি ভারতের বহু প্রজন্ম শুনেছে এবং গেয়েছে। তাঁর মৃত্যু দেশের শিল্প-সংস্কৃতি জগতের জন্য এক বিরাট ক্ষতি। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা।''

Read story in English

Lata Mangeshkar Ramnath Kovind PM Modi
Advertisment