তার সুরের মূর্ছনায় মুগ্ধ বিশ্ববাসী, তিনি মর্ত্যলোকের বীণাপাণি। তিনি লতা মঙ্গেশকর। ১৯৬২ সালের সিনো-ইন্ডিয়ান যুদ্ধের পর তার গাওয়া " অ্যায় মেরে ওয়াতন কে লোগো" শুনলে এখনও দেশভক্তির চোরা স্রোত বয়ে যায় শিরদাঁড়া দিয়ে, দেশমাতৃকাকে জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি নেমে আসে বিনম্র শ্রদ্ধা।
এবার পুলওয়ামার শহীদদের প্রতি গানে গানে হৃদয়ের অন্তস্থল থেকে শ্রদ্ধা জানালেন বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকার। তাঁর গান "সুগন্ধ মুজে ইস্য মিট্টি কি" এর মাধ্যমে সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন তিনি।
টুইটারে গানটি পোস্ট করে যশস্বী শিল্পী জানান, এই গানটির নেপথ্য রয়েছে নরেন্দ্র মোদীর একটি কবিতা, যেটি মোদী তার সাম্প্রতিক সমাবেশগুলির একটিতে সৈনিকদের উদ্দেশে পাঠ করেন। সেই কবিতাটির দ্বারা অনুপ্রাণিত হয়েই তিনি এই গানটি গাওয়ার সিদ্ধান্ত নেন। গানটি কম্পোজ করেছেন ময়ূরেশ পাই।
আরো পড়ুন বিজেপিকে ভোট নয়, আবেদন ১০০জন পরিচালকের
লতা মঙ্গেশকরের টুইটের উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে বলেন " আমি সত্যিই আপনার গভীর স্নেহ এবং আশীর্বাদ দ্বারা অনুপ্রাণিত হয়েছি, এই গানটিতে সেটি সর্বোত্তম ভাবে প্রকাশিত হয়েছে"।
এর আগে লতা মঙ্গলেশকার "মিশন শক্তি" উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানান টুইটে। সেখানে তিনি বিজ্ঞানীদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং 'মিশন শক্তি' সফলভাবে সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তিনি যে শ্রদ্ধাশীল তাও জানিয়েছেন।
Read the full story in English