/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/lata-mageshkar-1200.jpg)
সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের মুম্বইয়ের আবাসন শনিবার সিল করে দিয়েছে বৃহন্মুম্বই পুরসভা। কিন্তু কেন? জানা গিয়েছে, আগাম সাবধনতা জন্যই এই সিদ্ধান্ত। এখনও করোনার আঁচ পরেনি তার আবাসনে। সতর্কতার জন্যই এই সিদ্ধান্ত। করোনার দাপটে জুবুথুবু মুম্বই। সেই কথা মাথায় রেখেই বৃহন্মুম্বই পুরসভা সিল করল কিংবদন্তীর আবাসন।
দক্ষিণ মুম্বইয়ের চম্বালা হিলস এলাকায় পেডার রোডের উপরে প্রভুকুঞ্জ, সেটিই সিল করেছে পুরসভা। সেখানেই বাস গায়িকার। লতা মঙ্গেশকর-সহ তাঁর পরিবারের সকলেই সুস্থ আছেন বলেও জানানো হয়েছে পুরসসভার তরফে।
শনিবার আবাসন সিল করার বিষয়ে লতা মঙ্গেশকরের পরিবার এক বিবৃতি প্রকাশ করে জনিয়েছে, “প্রভুকুঞ্জ সিল করা হয়েছে। আবাসনের সোসাইটি ও পুরকর্মীরা বাড়ি সিল করে দিয়েছে। কারণ, বৃহন্মুম্বইয়ে বহু বয়স্ক মানুষ বসবাস করেন। তাই আগাম সতর্কতার জন্যই এই ব্যবস্থা বলে জানতে পেরেছি। আমাদের পরিবারের স্বাস্থ্য ভালো আছে। গুজবে কান দেবেন না।”