Zubeen Garg Heart Attack: স্কুবা ডাইভিংয়ের সময় অকাল প্রয়াণ জুবিনের! মৃত্যু নিয়ে ধোঁয়াশার মাঝে চাঞ্চল্যকর তথ্য গায়কের স্ত্রীর

Zubeen Garg Death Cause: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় অকাল প্রয়াণ জুবিনের। আকস্মিক মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশার মাঝে কোন চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন গায়কের স্ত্রী?

Zubeen Garg Death Cause: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় অকাল প্রয়াণ জুবিনের। আকস্মিক মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশার মাঝে কোন চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন গায়কের স্ত্রী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

প্রকাশ্যে কোন সত্যি?

Zubeen Garg Death: ১৯ সেপ্টেম্বর শুক্রের দুপুরে লেজেন্ডারি সংগীতশিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত কাশ্মীর টু কন্যাকুমারী। প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী কেকে-র স্মৃতি উসকে অন্য শহরে পারফর্ম করতে গিয়ে আর ফেরা হল না জুবিনের। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখানেই  স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনা মৃত্যুর কোলে ঢলে পড়েন জুবিন। তড়িঘড়ি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি করলেও চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি দেন কিংবদন্তি শিল্পী জুবিন গর্গ। অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগে দায়ের হয়েছে মামলাও। এইরকম পরিস্থিতিতে অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন স্কুবার সময় লাইফ জ্যাকেট খুলে ফেলেন জুবিন। গায়কের মৃত্যু নিয়ে খানিকটা ধোঁয়াশা কাটালেন তাঁর স্ত্রী গরিমা।

Advertisment

 টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জুবিন গর্গের স্ত্রী গরিমা জানিয়েছেন, 'ইয়া আলি' খ্যাত গায়ক সাত-আটজন সঙ্গীর সঙ্গে সিঙ্গাপুরের এক দ্বীপে ইয়টে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন ড্রামার শেখর ও সিদ্ধার্থ। গরিমা আরও জানান, দলের সবাই লাইফ জ্যাকেট পরেছিলেন। তবে তাঁর স্বামী আবার সাঁতার কাটতে নামার পর খিঁচুনি হয়। স্ত্রীর কথায়, 'ওঁরা একসঙ্গে সাঁতার কাটেন এবং ইয়টে করে তীরে ফিরে আসেন। সবাই লাইফ জ্যাকেট পরা ছিল। কিন্তু জুবিন আবার সাঁতার কাটতে গিয়ে খিঁচুনি হয়।'

আরও পড়ুন জুবিনকে শ্রদ্ধাজ্ঞাপন অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের, মুখ্যমন্ত্রীর নির্দেশে স্থগিত পরিষেবা

Advertisment

গরিমা জানান, জুবিনের এর আগেও বেশ কয়েকবার খিঁচুনিতে আক্রান্ত হয়েছেন। তবে তখন প্রাণে বেঁচে গিয়েছিলেন। আরও বলেন, দলের অন্য সদস্যরা অস্বাভাবিক কিছু টের পেয়ে সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করেন। পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে দুই ঘণ্টা আইসিইউতে রাখা হয়। গরিমার সংযোজন, 'এর আগেও বেশ কয়েকবার ওঁর খিঁচুনি হয়েছিল কিন্তু তিনি প্রাণে বেঁচে যান। অন্য সদস্যরা কিছু অস্বাভাবিক দেখে ওকে উদ্ধার করেন। তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রায় দুই ঘণ্টা আইসিইউতে রাখা হয়।'

আরও পড়ুন জুবিনের মৃতদেহ ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি-পুলিশের লাঠিচার্জ! কান্না ভেজা গলায় জুবিনের স্ত্রীর আর্জি...

প্রসঙ্গত, 'ইয়া আলি' খ্যাত গায়ক জুবিন গর্গের প্রয়াণে শোকস্তব্ধ অসম। প্রিয় শিল্পীর মৃত্যুতে ভক্তরা শোকাহত। অসম সরকার তিনদিন রাজ্য শোকপালনের ঘোষণা করেছে। জুবিন গর্গের অকাল মৃত্যুতে সুইগি, জোম্যাটো, ব্লিঙ্কইটসহ অনলাইন ফুড ডেলিভারি এবং কুইক কমার্স প্ল্যাটফর্মগুলোও তাঁর স্মরণে বিশেষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে। বিশিষ্ট গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুইগি, জোম্যাটো এবং ব্লিঙ্কইট রাজ্যজুড়ে পরিষেবা স্থগিত রেখেছে। 

death news Zubeen Garg