Actress Ex Husband Post: '...হৃদয়ে থেকে যায় আজীবন', একমাত্র কন্যাকে কাঁদিয়ে চিরঘুমে অভিনেত্রীর প্রাক্তন স্বামী

Sunjay kapur Emotional Post: করিশ্মার সঙ্গে ডিভোর্সের পরও মে.ের ১৮ তম জন্মদিন একসঙ্গে সেলিব্রেট করেছিলেন সঞ্জয় কাপুর। অভিনেত্রীর প্রাক্তন স্বামীর মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই পুরনো আবেগঘন পোস্ট।

Sunjay kapur Emotional Post: করিশ্মার সঙ্গে ডিভোর্সের পরও মে.ের ১৮ তম জন্মদিন একসঙ্গে সেলিব্রেট করেছিলেন সঞ্জয় কাপুর। অভিনেত্রীর প্রাক্তন স্বামীর মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই পুরনো আবেগঘন পোস্ট।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
আদুরে কন্যা যৌবনে পা দিতেই চিরঘুমে অভিনেত্রীর প্রাক্তন স্বামী

আদুরে কন্যা যৌবনে পা দিতেই চিরঘুমে অভিনেত্রীর প্রাক্তন স্বামী

Sunjay kapur Viral Post:সঞ্জয় কাপুর, বিনোদন জগতের সঙ্গে পরোক্ষভাহে জড়িত ছিলেন এই 'বিজনেজ টাইকুন'। বৃহস্পতিবার পোলো খেলার সময় মুখের মধ্যে মৌমাছি ঢুকে হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকের কাছে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। মাত্র ৫৩-তেই বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব ও সন্তান নিয়ে সুখী পরিবারকে কাঁদিয়ে চলে গেলেন সঞ্জয়। ২০০৩ সালে বলি ডিভা করিশ্মা কাপুরের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। যদিও ২০১৬-তে তাঁদের আইনি বিচ্ছেদ হয়। সঞ্জয়-করিশ্মার দুই সন্তানের জন্য অভিনেত্রীর প্রাক্তন স্বামী ১৪ কোটির সম্পত্তি রেখে গিয়েছেন। করিশ্মার প্রাক্তন স্বামীর মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় ঘুরছে পুরনো একটি পোস্ট। যা তাঁর সন্তানদের জন্য অত্যন্ত কষ্টের। বিবাহবিচ্ছেদের পরও ২০২৩-এর ১১ মার্চ সঞ্জয় আর করিশ্মা একসঙ্গে তাঁদের মেয়ে সামাইরার ১৮ তম জন্মদিন ধুমধাম করে সেলিব্রেট করেছিলেন। সেই দিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব ও তাঁর পুত্র। 

Advertisment

Advertisment

মেয়ের 'অ্যাডাল্টহুড' সেলিব্রেশনের মোমেন্টের ছবির সঙ্গে আবেগপ্রবণ পোস্টে লিখেছিলেন, 'একজন বাবা তাঁর মেয়ের হাত হয়ত কিছুক্ষণের জন্য ধরে থাকেন কিন্তু, হৃদয়ে থেকে যায় আজীবন। শুভ ১৮ তম জন্মদিন, আমার প্রথম ভালবাসা সামাইরা। যৌবনে তোমাকে স্বাগত। জীবনে কর্তব্যপরায়ন হও। তোমার অন্তর খুব সুন্দর। আমরা তোমার জন্য গর্বিত।' বৃহস্পতিবার আকস্মিক মৃত্যুর আগে সঞ্জয় আহমেদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনাও জানিয়েছেন। প্রসঙ্গত, করিশ্মার প্রাক্তন স্বামীর মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তিন দিন আগের একটি পোস্ট। 

আর সেই পোস্ট ঘিরে বাড়ছে উদ্বেগ। সঞ্জয় লিখেছিলেন, 'এই পৃথিবীতে আমাদের সময় সীমিত। কী হলে কী হতে পারত, এই সব 'যদি'-র বিষয় দার্শনিকদের ভাবতে দিন। তার পরিবর্তে নিজে ভাবতে শুরু করুন, যা হবার তা আপনি কেন করবেন না!' মৃত্যুর ঠিক তিনদিন আগেই সঞ্জয়ের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নেটনাগরিকের মনের মধ্যে প্রশ্নের ঢেউ। কেন তিনি এই ধরনের কথা লিখেছিলেন সেই উত্তর এখনও অমিল! সঞ্জয় কাপুরের মৃত্যুর খবর পেয়েই করিশ্মার কাছে ছুটে এসেছেন করিনা কাপুর ও সইফ আলি খান। সেলেব পাপারাজ্জি ভিরাল ভায়ানি সেই মুহূর্তের ভিডিও নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন।

আরও পড়ুন 'এই পৃথিবীতে...', মৃত্যুর ইঙ্গিত আগেই দিয়েছিলেন? করিশ্মার প্রাক্তন স্বামীর পোস্ট ঘিরে জোর জল্পনা

karishma Kapoor death news