Manoj Kumar Death: ভারতীয় সিনেমার ইতিহাসে অমিতাভ বচ্চনের অনবদ্য অবদান অনস্বীকার্য। মেগাস্টার হওয়ার নেপথ্যে রয়েছে এক কঠিন লড়াই। ৮২ বছর বয়সেও দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন বিগ বি। বর্তমান প্রজন্মের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলতে স্বচ্ছন্দ বলিউডের শাহেনশা।
কিন্তু, একটা সময় হতাশা গ্রাস করেছিল তাঁকে। একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবরে পড়ছিল। মুম্বই ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। সেই সময় অমিতাভের জীবনে ভগবানের দূত হয়ে আসেন প্রয়াত কিংবদন্তী অভিনেতা মনোজ কুমার। এরপরই বিগ বি-র কেরিয়ারে এল টার্নিং পয়েন্ট, কিন্তু, কী ভাবে?
নিজেকে একজন সফল অভিনেতা হিসেবে গড়ে তুলতে অনেক কাঠখড় পুড়িয়েছেন অমিতাভ। অনেক উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েছেন বিগ বি। তাঁর 'পাওয়ারপ্যাক' অভিনয় দর্শক উপভোগ করেন। কিন্তু, একটা সময় কোনও পরিচালক তাঁকে সিনেমায় কাস্ট করানোর কথা ভাবতেই পারতেন না। কারণ অমিতাভ অভিনীত কোনও ছবিই বক্স অফিসে সাফল্যের মুখ দেখত না।
/indian-express-bangla/media/post_attachments/5980c2a9-845.jpg)
হিন্দুস্থানি, প্যায়ার কি কাহানি, জবান-এর মতো সিনেমাগুলি ডাহা ফেল করেছিল বক্স অফিসে। লাগাতার ফ্লপের জেরে সেই সময় বলিউড ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিগ বি। বিটাউনের অন্দরে কান পাতলে এমনটাই শোনা যায়। তখন অমিতাভের কেরিয়ারকে মূল স্রোতে ফেরাতে উদ্যোগী হন মনোজ কুমার।
নিজের সঙ্গে অমিতাভকে একটি ছবিতে অভিনয় করানোর সিদ্ধান্ত নেন। ১৯৭৪ সালে Roti Kapada Aur Makaan-এ মনোজ কুমার ও অমিতাভ জুটি বক্স অফিসে তেহেলকা তৈরি করেছিল। এই ছবিই ছিল বিগ বি-র কেরিয়ারের টার্নিং পয়েন্ট। এ
কটি সাক্ষাৎকারে মনোজ কুমার বলেছিলেন, 'সকলে যখন অমিতাভের উপর বিশ্বাস হারিয়েছিল আমার কিন্তু, ওঁর উপর পূর্ণ আস্থা ছিল। আমি জানতাম ওঁর মধ্যে প্রতিভা আছে। একদিন বড়মাপের অভিনেতা হবেন।' তাঁর বিশ্বাসের মর্যাদা রেখেছেন আজকের মেগাস্টার অমিতাভ বচ্চন। দীর্ঘ পাঁচ দশক একচেটিয়া ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন।