Classical Music Programme For zakir Hussian: কলকাতায় যখন তাপমাত্রার পারদ নামছে তখন তিলোত্তমার বুকে 'সম্বন্ধ' আয়োজন করছে ভারতীয় শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের উদযাপন। কিংবদন্তী শিল্পী জাকির হুসেনকে উৎসর্গ করেই দুই দিনের শাস্ত্রীয় উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১১ ও ১২ জানুয়ারি জি.ডি.বিড়লা সভাঘরে বিকেল ৫ টায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজিত হচ্ছে। ভারতীয় শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের উদযাপনে দুই দিনের উৎসবে শিল্পীরা উস্তাদ জাকির হোসেনকে স্মরণ করবেন।
১১ই জানুয়ারির অনুষ্ঠানে থাকছেন শঙ্কর নারায়ণ স্বামী এবং তাঁর সংস্থার শিল্পীরা, সেতারে পন্ডিত অসীম চৌধুরী, তবলায় পন্ডিত অরূপ চট্টোপাধ্যায়। উৎসবে বিদুষী প্রীতি প্যাটেলের নান্দনিক কোরিওগ্রাফি প্রদর্শন করা হবে। যেখানে মণিপুরী নৃত্যের ভক্তি ও অনুগ্রহ চিত্রিত করা হয়েছে।
এছাড়াও থাকছে লুনা পোদ্দারের নির্দেশনায় প্রেরণা সেন্টার ফর পারফর্মিং আর্টস কলকাতার শিল্পীরা নৃত্য পরিবেশন। থাকবে আগামী দিনের সম্ভাবনাময় শিল্পী নীলোপা মৈত্রের নৃত্য প্রদর্শন। দ্বিতীয় দিন অর্থাৎ ১২ জানুয়ারি এই অনুষ্ঠানে থাকছেন তবলাযবাদক পন্ডিত কুমার বোস।
এছাড়াও হারমোনিয়ামে পন্ডিত হিরন্ময় মৈত্র। সংগীতে কোয়েল দাশগুপ্ত নাহা, তবলায় ইমন, বিদুষী অরুণা মোহান্তি এবং তাঁর একাডেমির শিল্পীরা ওড়িশি নৃত্য পরিবেশন করবেন। ভরতনাট্যমে মহুল মুখার্জি এবং অনুষ্ঠানের শেষে গুরু লুনা পোদ্দারের নির্দেশনায় প্রেরণা সেন্টার ফর পারফর্মিং আর্টস কলকাতা নিবেদন করবেন কোয়েস্ট।
৯,৫ বীট এবং গতির তালে একটি প্রযোজনা যা লয় এবং তাল এর গতিকে চিত্রিত করবে। লুনা পোদ্দার, একজন খ্যাতিমান এবং প্রখ্যাত নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার। তাঁর নৃত্য প্রতিষ্ঠান "প্রেরনা, সেন্টার ফর পারফর্মিং আর্টস ২০০২ সালে যাত্রা শুরু করে।
তিনি বলেন, 'এটি একটি বৈঠকি সংস্কৃতির প্রচার যা আমাদের দীর্ঘ হারানো ঐতিহ্যগুলির মধ্যে একটি। ভারতীয় শাস্ত্রীয় সংগীত, নৃত্য এবং থিয়েটারের বিভিন্ন রূপকে একত্রিত করে শিল্পকে লালন করার একটি পরিবেশ তৈরি করে। আমাদের এই উৎসব সম্বন্ধ, ভারতীয় ঐতিহ্যকে মেনে চলার পাশাপাশি নতুনত্ব ও অভিনবত্বের সাথে মিশে গেছে।'