Laughterchef S2: বউ অঙ্কিতার হাতে উত্তম-মধ্যম মার খেলেন ভিকি, 'বিবাহিত' রুবিনাকে ইমপ্রেস করতে কী দিলেন অভিষেক?

Laughterchef season 2: গতকাল লাফটারশেফে ওমেন্স ডে উপলক্ষে একটি বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে, অঙ্কিতার জন্য একটি বিশেষ পুরস্কার নিয়ে আসেন কৃষ্ণা। যেহেতু কৃষ্ণা সেটি এনেছেন, প্রথম দিকে একটু ভয় পাচ্ছিলেন অঙ্কিতা।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
laughterchef season 2, rubina, ankita , abhishek

laughterchef: কী কাণ্ড কী কাণ্ড! যা তা শুরু হয়েছে শোয়ে... Photograph: (ফাইল চিত্র )

Laughterchef S2: স্বামী-স্ত্রীর ঝগড়া ফ্যামিলি ড্রামা দেখতে কে না ভালোবাসে? আর এই তারকা জুটি তো, যেদিন থেকে একসঙ্গে স্ক্রীনে আসতে শুরু করেছেন, সেদিন থেকেই বাকবিতণ্ডা ঘিরে রয়েছে তাদের। কখনো অশান্তি এমন পর্যায়ে চলে গিয়েছে যে তারা মনে করেছেন এবার আলাদা হতে হবে, আবার কখনো সমস্ত কিছুই যে জল্পনা সেই ইঙ্গিত দিয়েছেন।

Advertisment

Bigg boss এর ঘর থেকে শুরু হয়েছিল আলোচনা। বিয়ের পর, অঙ্কিতা এবং ভিকি একসঙ্গে উপস্থিত ছিলেন সলমনের শোয়ে। আর সেখানে তাদের অবস্থা এমন ছিল, যেন এই ডিভোর্স হয় হয়। তার শাশুড়ি ছেলেকে এমনও বলেছিলেন, যে সে বেশি ছেড়ে রেখেছে অঙ্কিতাকে। সেই থেকে লাফটারশেফ সিজন ২ হয়ে গেল, তারপরও বরকে ধরে মারছেন? একথা অনেকেই জানেন, অঙ্কিতার ( Ankita Lokhande ) বর বিকাশ জৈনকে 'নেপো স্বামী' হিসেবে অনেকেই কটাক্ষ করে থাকেন। কিন্তু তাতে কি?

গতকাল লাফটারশেফে ওমেন্স ডে উপলক্ষে একটি বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে, অঙ্কিতার জন্য একটি বিশেষ পুরস্কার নিয়ে আসেন কৃষ্ণা। যেহেতু কৃষ্ণা সেটি এনেছেন, প্রথম দিকে একটু ভয় পাচ্ছিলেন অঙ্কিতা। না দেখার চেষ্টা করছিলেন। তবে অঙ্কিতা মাঝেমধ্যে যে ভিকির ওপর রেগে যান, সেকথা অনেকেই জানেন। ক্যামেরার কারণে যে অঙ্কিতা বেশি রিয়েক্ট করতে পারেন না বা তাকে ধরে মারতে পারেন না এ কথাও প্রকাশ্যে বলে দেন কৃষ্ণা। তাইতো তাকে বলতে শোনা যায়...

 

Advertisment

"এমন একটা পুরস্কার নিয়ে এসেছে এটা দেখে অঙ্কিতার খুব আনন্দ হবে।" এই বলেই তিনি একটি, আপ সাইট বেলুন উপহার দেন, যার মুখে ভিকির ছবি লাগানো। আর এই পুরস্কার পেয়ে আনন্দে আত্মহারা অঙ্কিতা। প্রকাশ্য মঞ্চে সে বেলুনকে এতবার মারলেন, উত্তম মধ্যম মেরে, মুখ ফাটিয়ে উল্টে ফেলে দিলেন নায়িকা। কিন্তু যতই মারা হোক, সেই বেলুন আবারও নিজের জায়গায় ফিরে চলে আসছে। কৃষ্ণা মজার ছলে বলেন, "কীরকম ধ্যতা দেখুন ভিকি, মারলেও নিজের জায়গায় চলে আসছে।"  পিছিয়ে রইলেন না অভিষেক কুমারও। তিনি তো প্রথম দিন থেকেই রুবিনাকে ইমপ্রেস করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই নিয়ে একবার প্রশ্ন উঠেছিল, রুবিনা ( Rubina Dilaik ) তো বিবাহিত, তাহলে অভিষেক কেন তাকে এত ইমপ্রেস করার চেষ্টা করছেন। আর গতকাল দেখা গেছে তাকে, সাদা গোলাপ দিয়ে বন্ধুত্বের খাতিরে সুন্দর মুহূর্ত শুরু করতে। অভিষেক বলেন, "আমি রুবিনাকে এই সাদা গোলাপ উপহার দিতে চাই, বন্ধুত্বে শুরু করার জন্য। যেন আমরা ভালবেসে সুন্দর একটা সম্পর্কে থাকতে পারি।" যদিও সেই গোলাপের ভাঙ্গা ডাটি দেখে রুবিনা যথেষ্ট আশাহত।

bollywood Rubina Dilaik Ankita Lokhande bollywood actress Bollywood Actor viki jain