Buddhadeb Bhattacharya-Sreelekha Mitra: 'আপনি চলে গিয়ে বেঁচে গেছেন...', প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ শ্রীলেখা
Sreelekha Mitra on Bengal's EX CM: সকাল হতেই খবর এলো বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ৮০ বছর বয়সে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। অসুস্থ ছিলেন। এর আগে একবার হাসপাতালে ভর্তি করা হলেও জয় করে ফিরেছিলেন তিনি। কিন্তু আর শেষ রক্ষা হলো না।
সকাল হতেই একটা খারাপ খবর। বাংলার রাজনীতির এক অধ্যায়ের যেন শেষ হলো আজ। বাম নেতৃত্বের সর্বশেষ মুখ্যমন্ত্রীর জীবনাবসানে কাঁদছে প্রায় গোটা বাংলা। কথায় বলে, বুদ্ধবাবুকে সম্মান করতে হলে কোন দলীয় রঙ গায়ে লাগাতে হয় না। ফের একবার যেন সেটাই প্রমাণ হলো।
Advertisment
সকাল হতেই খবর এলো বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ৮০ বছর বয়সে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। অসুস্থ ছিলেন। এর আগে একবার হাসপাতালে ভর্তি করা হলেও জয় করে ফিরেছিলেন তিনি। কিন্তু আর শেষ রক্ষা হলো না। এমন একজন ব্যক্তিত্ব বাংলার রাজনীতিতে খুবই কম এসেছে। তাকে নিয়ে মানুষ এমনও বলেন সাদা রঙের ধুতি-পাঞ্জাবিটায়, কালিমা লেপনের সাহস আজ অব্দি কারওর হয়নি।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি বিনোদন জগতের অভিনেত্রী শ্রীলেখা মিত্র আবেগ প্রবণ হয়ে পড়েছেন। শিল্পী বরাবর বামমনোস্কা। আজ যখন বুদ্ধবাবু আর নেই, শ্রীলেখা বলছেন...
"বুদ্ধদেব ভট্টাচার্য, একটা যুগের অবসান। কমরেড আপনাকে লাল সেলাম। আপনি চলে গিয়ে বেঁচে গেছেন।" সঙ্গে বিখ্যাত গানের লাইন জুড়ে তিনি লিখলেন, " ও আলোর পথযাত্রী, এযে রাত্রি, এখানে থেমোনা...।"
বাম শাসনের প্রথম মুখ্যমন্ত্রী জ্যোতি বাবুর পর, সেই চেয়ার সামলে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তা পুরনো সাক্ষাৎকার দেখলে জানা যায়, রাজ্যের যুব সম্প্রদায়ের জন্য, চাকরির জন্য তিনি ভয়ংকর মাত্রায় ভাবতেন। বুদ্ধদেববাবুর মরদেহ আগামীকাল শায়িত থাকবে আলিমুদ্দিনে। নীলরতন সরকার হাসপাতালে মরণোত্তর দেহদান করা হবে।